সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৯ পূর্বাহ্ন

“৬ মাসে দুর্নীতিবাজদের ৬৮২ কোটি টাকার সম্পদ ক্রোক-ফ্রিজ দুদকের”

রিপু / ৭৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী খবর ||

চলতি বছরের গত ৬ মাসে (জানুয়ারি-জুন) দুর্নীতিবাজদের ৬৮২ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত (ক্রোক) ও আটক (ফ্রিজ) করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থার দায়ের করা বিভিন্ন দুর্নীতির মামলায় আদালতের নির্দেশনায় ওই সব সম্পদ বাজেয়াপ্ত ও আটক করা হয়। দুদকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদক জানায়, বাজেয়াপ্ত হওয়া মোট স্থাবর সম্পদের পরিমাণ ৫৩৫ কোটি ৯৯ লাখ ৫৪ হাজার ৩২৬ টাকা। ঢাকা ও ঢাকার বাইরে রয়েছে ৯৬.৩৬৪৪ একর জমি, ১২টি বাড়ি ও ১১টি ফ্ল্যাট। এর মধ্যে জমির মূল্য ৩০ কোটি ৬২ লাখ ৯৮ হাজার ২৬ টাকা, ১২টি বাড়ির মূল্য ৫০৩ কোটি ১৪ লাখ ৯৫ হাজার ৩০০ টাকা এবং ১১টি ফ্ল্যাটের মূল্য ২ কোটি ২১ লাখ ৬১ হাজার টাকা।

অন্যদিকে, আটক (ফ্রিজ) হওয়া অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে ১ হাজার ১৬০টি ব্যাংক হিসাবের ৬৬ কোটি ৫৯ লাখ ৯৩ হাজার ৬০ টাকা, ২৭ হাজার ৯৫৪ মার্কিন ডলার এবং ৭৯ কোটি ২১ লাখ ৩৫ হাজার ৪৬০ টাকার শেয়ার। মোট অস্থাবর সম্পদের পরিমাণ ১৪৬ কোটি সাত লাখ ৮৪ হাজার ১৫০ টাকার। স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে বাজেয়াপ্ত ও আটক হওয়া মোট সম্পদের পরিমাণ ৬৮২ কোটি সাত লাখ ৩৮ হাজার ৪৭৬ টাকার। এর মধ্যে আলোচিত প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) জমি ও ভবন, রাজউকের সম্পত্তি ও সাউথ বাংলা এগ্রিকালচারের সাবেক চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনের সম্পত্তি রয়েছে
দুদক সূত্রে আরও জানা যায়, বাজেয়াপ্ত ও আটক হওয়া সম্পদের মধ্যে আলোচিত প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) জমি ও ভবন, রাজউকের সম্পত্তি ও সাউথ বাংলা এগ্রিকালচারের সাবেক চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনের সম্পত্তি রয়েছে। আদালতের ১৯টি আদেশের পরিপ্রেক্ষিতে ওই সম্পদ বাজেয়াপ্ত ও আটক করা হয়।

অন্যদিকে, জুন পর্যন্ত দুই কোটি ৪৭ লাখ ৫৯ হাজার ৩৯৭ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হয়েছে। একই সঙ্গে বিভিন্ন মামলায় বিচারিক আদালতের মাধ্যমে দুই হাজার ৪৫৫ কেটি ৯৩ লাখ ৯৩ হাজার ৮৫৭ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময়ে দাখিল হওয়া ১২ হাজার ১০৮টি অভিযোগের পরিপ্রেক্ষিতে ৫০০টি অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক। এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বিভিন্ন দুর্নীতির বিষয়ে ব্যবস্থা নিতে দুই হাজার ১৮৩টি চিঠি দেওয়া হয়েছে দুদকের পক্ষ থেকে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ   রিপু /নরসিংদী খবর

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ