শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৯ পূর্বাহ্ন

৬৯ পাসপোর্ট অফিস থেকে মাসোহারা ওঠে কোটি কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক,নরসিংদী জার্নাল / ১২৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদক,নরসিংদী জার্নাল।। ৬৯ পাসপোর্ট অফিস থেকে মাসোহারা ওঠে কোটি কোটি টাকা

দেশের ৬৯টি আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে কর্মকর্তাদের নামে প্রতি মাসে ঘুষ বা মাসোহারা তোলা হয় ১০ থেকে ১৫ কোটি টাকা। যার ৫০ থেকে ৬০ শতাংশ আদায় হয় দালালের মাধ্যমে। এসব অর্থ কর্মকর্তাদের পদ অনুসারে বণ্টন করা হয়। এছাড়া রয়েছে পাসপোর্ট নবায়ন কিংবা ভুল সংশোধন বাবদ অবৈধ লেনদেন। মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় বিকাশ ও রকেটের মতো মোবাইল ব্যাংকিং সার্ভিস।

একটি গোয়েন্দা সংস্থার এমন প্রতিবেদনসহ অভিযোগের নথিপত্র দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে এসেছে। যার ভিত্তিতে কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অভিযোগের নথিপত্রে ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসের মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার বিভাগের কর্মকর্তা মো. সাচ্চু মিয়া, পাসপোর্ট অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক রফিকুল ইসলামসহ ৬৯টি আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়মের বিবরণ রয়েছে। অভিযোগ অনুসন্ধানে দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের অধীনে কর্মকর্তাও নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক নরসিংদী জার্নাল কে বলেন, এ পর্যায়ে আমরা যতটুকু তথ্য পেয়েছি তার ভিত্তিতে অনুসন্ধান শুরু করেছি। পাসপোর্ট অফিসের অনেক অভিযোগ আমাদের কাছে রয়েছে। সত্য কি মিথ্যা, তা অনুসন্ধান করে বের করা হবে।

‘অনুসন্ধান করে যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, সেক্ষেত্রে মামলা হবে। মামলার পর তদন্তপূর্বক চার্জশিট দেওয়া হবে। অভিযোগের সত্যতা পেলে আমরা কাউকে ছাড় দেব না’— বলেন দুদক কমিশনার।
অন্যদিকে, দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন অনুসন্ধান-পর্যায়ে এসে কোনো মক্তব্য করতে রাজি হননি।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। তাসরিফ/ নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ