ছবি সংগ্রহীত
এবার নারী কোপা আমেরিকার ‘বি’ গ্রুপের ম্যাচে গতকাল শুক্রবার (১৫ জুলাই) উরুগুয়েকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের হয়ে হ্যাটট্রিক করেছেন ইয়ামিলা রদ্রিগেজ।
এ জয়ে গ্রুপ পর্বে ৩ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট অর্জন করেছে আর্জেন্টিনা নারী দল। আসরে নিজেদের প্রথম ম্যাচটা অবশ্য হার দিয়ে শুরু করে আর্জেন্টিনা। ব্রাজিল নারী দলের কাছে ৪-০ গোলে উড়ে গিয়েছিল তারা।
পরে দ্বিতীয় ম্যাচে পেরুর বিপক্ষে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। ৪-০ গোলের ব্যবধানে জয় পায়। উরুগুয়ের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচ জিতে ব্রাজিল ও ভেনিজুয়েলার সমান ৬ পয়েন্ট আর্জেন্টিনার।
তবে আর্জেন্টিনা ৩টি ম্যাচ খেললেও ব্রাজিল ও ভেনিজুয়েলা খেলেছে দুটি করে ম্যাচ। নকআউটে জায়গা করে নিতে হলে শীর্ষ দুইয়ে থাকতেই হবে ২০০৬ সালের চ্যাম্পিয়নদের।
এদিকে কলম্বিয়ায় এস্টাডিও সেন্টেনারিও স্টেডিয়ামে বল দখলে এগিয়ে থাকলেও ম্যাচের প্রথম গোলের জন্য ৪৩ মিনিট অপেক্ষা করতে হয় আর্জেন্টিনাকে। মাঝ মাঠ থেকে সতীর্থের বাড়িয়ে দেয়া বল ডি বক্সের মধ্যে পেয়ে নিজের নিয়ন্ত্রণে নেন এস্তেফানিয়া। সেটা দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন তিনি। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।
বিরতি থেকে ফিরে আর্জেন্টিনা নারী দলের ভয়ঙ্কর রূপ দেখে উরুগুয়ে। ৫১, ৬৪ ও ৬৯ মিনিটে টানা ৩ গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ইয়ামিলা রদ্রিগেজ। ৪-০ গোলে ম্যাচের নির্ধাতির সময় শেষ হওয়ার পর যোগ করা সময়ে ব্যবধানে আরও বাড়িয়ে নেন আর্জেন্টাইন ডিফেন্ডার এলিয়ানা স্ট্যাবিল।
তার গোলে ৫-০ ব্যবধানে উরুগুয়েকে রীতিমত উড়িয়ে দেয় আর্জেন্টিনা নারী দল। এ হারের ফলে এবারের আসরে তিন ম্যাচে টানা ৩ পরাজয়ে ‘বি’ গ্রুপে একবারে তলানিতে রয়ে গেল উরুগুয়ে।