যশোর জেলা প্রতিনিধি ।। ৩০ হাজার ডলারসহ নারী যাত্রী আ’টক বেনাপোল বন্দরে
বেনাপোল বন্দরের চেকপো’স্টের প্যাসে’ঞ্জার টার্মিনাল এলাকায় ভারত থেকে আনা ৩০ হাজার ডলারসহ এক নারী পাস’পোর্ট যাত্রীকে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৯ জুলাই) স’ন্ধ্যায় যশোর-৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যা’ম্পের সদস্যরা তাকে আটক করেন।৪৯-বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বিষয়টি জানিয়েছেন।
আটক পাসপোর্ট যাত্রীর নাম জেরিনা সুলতানা (৩৫)। তিনি ঢাকার আ’শুলিয়া এলাকার দেনডাবর গ্রামের এলাকার নাজিম উদ্দিনের মেয়ে।
অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, ‘গোপন সংবাদে জানতে পারি, ভারতফেরত এক পাসপোর্ট যাত্রী বিপুল পরিমাণ আমেরিকান ডলার নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে অধিনায়কের নির্দেশে আইসিপি ক্যাম্পের একটি টহল দল প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অবস্থান নেয়। পরে সন্ধ্যার দিকে ওই যাত্রীকে ক্যাম্পে নিয়ে তল্লাশি করলে তার শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩০ হাজার ডলার পাওয়া যায়।’
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল