সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১২:১৮ পূর্বাহ্ন

২ কিশোরীর গোসলের ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী জার্নাল / ১৮৩ বার
আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী জার্নাল || ২ কিশোরীর গোসলের ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার।

গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে প”র্নো’গ্রা”ফি নিয়ন্ত্রণ আইন মামলায় আলী আকবর খান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ জুলাই) দুপুরে তাকে বাইমাইল সাইবোর্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আলী আকবর খান বরিশাল জেলার গৌরনদী থানার দিয়াসুর গ্রামের লাল খানের ছেলে।

ভুক্তভোগীর পরিবার ও মামলার এজহার সূত্রে জানা যায়, রোববার (১৮ জুলাই) দুপুর ২টা সময় দুই কি”শো’রী একত্রে গো.সল করার সময় ওই যুবক গোসলখানার টিনের ছি’দ্র দিয়ে তার নিজ ব্যবহৃত মোবাইল সেটের মাধ্যমে গো’সল করার ন,গ্ন ভি’ডিও ধার’ণ করে রাখে।

পরবর্তীতে ওই ভি’ডিও নিজস্ব আরেকটি ফে’স’বুক আইডির ম্যাসেঞ্জারে অসৎ উদ্দেশ্য জমা রাখে। পরবর্তী বিষয়টি জানার পর মেয়ের বাবা কোনাবাড়ি থানায় মামলা করেন।

জিএমপি কোনাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমদ জানান, এ ঘটনায় আলী আকবর খান নামে এক যুবকে গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতের কাছে পাঠানো হয়েছে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। হিমেল/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ