শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪১ অপরাহ্ন

২৪ ঘণ্টার মধ্যে আটার দাম না কমলে নিজের জামাকাপড় বিক্রি করে জনগণকে খাওয়াবো: পাক প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম / ৮৩ বার
আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২

ছবি সংগ্রহীত
২৪ ঘণ্টার মধ্যে আটার দাম না কমলে নিজের জামাকাপড় বিক্রি করে জনগণকে খাওয়াবো: পাক প্রধানমন্ত্রী
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দেশটির খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী মাহমুদ খানকে আল্টিমেটাম দিয়ে বলেছেন, যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ১০ কেজি গমের আটার প্যাকেটের দাম ৪০০ টাকায় না নামিয়ে দেয়া হয় তবে তিনি তার জামা-কাপড় বিক্রি করবেন এবং স্বয়ং জনগণকে সস্তায় আটা সরবরাহ করবেন। খবর দ্য ডনের।

গতকাল রবিবার ২৯ মে ঠাকারা স্টেডিয়ামে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, আমি আমার কথা পুনরায় বলছি, আমি আমার পোশাক বিক্রি করব এবং মানুষকে সস্তায় গমের আটা সরবরাহ করব।

এসময় জনসভায় রাজনৈতিক উত্তাপ প্রতিধ্বনিত হয় প্রধানমন্ত্রীর ভাষণে। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে লক্ষ্য করে বলেন, ইমরান খান দেশকে সর্বকালের সর্বোচ্চ মূল্যস্ফীতি এবং বেকারত্ব উপহার দিয়েছেন।

প্রধানমন্ত্রী শরীফ, ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের নিন্দা করে বলেন, তিনি ৫ মিলিয়ন বাড়ি এবং ১০ মিলিয়ন চাকরি দেয়ার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন এবং দেশকে অর্থনৈতিক সংকটের দিকে ঠেলে দিয়েছেন। এসময় নিজের জীবন উৎসর্গ করে দেশকে সমৃদ্ধি ও উন্নয়নের পথে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়ের কথাও জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী

আরও পড়ুন ??
বিশ্ববাজারে কমলো ভোজ্যতেলের দাম, প্রভাব নেই দেশের বাজারে
অবশেষে বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম প্রায় ১০ শতাংশ কমলেও তার খুব বেশি প্রভাব নেই দেশের পাইকারি ও খুচরা বাজারে। চলতি সপ্তাহে প্রতি লিটারে কমেছে ৪ থেকে ৬ টাকা। অথচ একই সময়ে আর্ন্তজাতিক বাজারে টন প্রতি তেলের দাম কমেছে প্রায় দুইশ ডলার। দেশের বাজারে তেলের দাম না কমার পেছনে ব্যবসায়ীরা নানা অজুহাত দেখাচ্ছেন।

এদিকে চলতি বছরের মার্চে আর্ন্তজাতিক বাজারে ভোজ্যতেলের দাম রেকর্ড গড়ে উঠেছিল প্রতি টন ১৯শ ৫৭ ডলার। তবে চলতি মাসের শুরু থেকে এই দাম ক্রমশ কমতে শুরু করে। চলতি সপ্তাহে দাম কমে দাঁড়িয়েছে ১৭শ ৬০ ডলার। কিন্তু আর্ন্তজাতিক বাজারের দোহাই দিয়ে যে গতিতে দেশে ভোজ্যতেলের দাম বেড়েছিল, কমার ক্ষেত্রে একেবারেই তা গতিহীন।

চট্টগ্রামের খাতুনগঞ্জে টনপ্রতি উল্টো ৬শ টাকা বেড়ে পাম অয়েল এখন সাড়ে ৬ হাজার টাকা। আর খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রতি টন ৭ হাজার টাকায়। তাই হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।

এ বিষয়ে ব্যবসায়ীরা বলছেন, আর্ন্তজাতিক বাজারে দাম কমলেও দেশের মিলগুলো থেকে তেল সংগ্রহে লম্বা লাইনে পড়তে হচ্ছে তাদের।

অর্ডারের পর সরবরাহ পেতে ৭ থেকে ১০ দিন অপেক্ষা করতে হচ্ছে। পাশাপাশি দেশের ভোজ্যতেলের বাজার শুধু আর্ন্তজাতিক দামের ওপর নির্ভর করে না বলেও দাবি করছেন তারা। তবে খুব শিগগিরই ভোজ্যতেলের দাম কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ