বুধবার, ৩১ মে ২০২৩, ০৫:২৮ পূর্বাহ্ন

২১৭ দিন পর ওয়ানডের জার্সিতে খেলতে নামছে বাংলাদেশ

রাব্বি মল্লিক / ১৪৩ বার
আপডেট : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

গতবছর জুলাইতে বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে খেলেছিলো পাকিস্তানের বিপক্ষে। তারপর থেকে টেস্ট আর টি-টোয়েন্টিতে মাঠ দাপিয়ে বেড়ালেও ওয়ানডের লড়াইয়ে আর নামা হয়নি বাংলাদেশের। দীর্ঘ ২১৭ দিন পর আবার ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ বেলা ১১ টায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

ঘরের মাঠে আজ থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে এই ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়েই দীর্ঘ বিরতি শেষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ফিরছে বাংলাদেশ। এই সিরিজ দিয়ে বাংলাদেশের সামনে সুযোগ আছে সুপার লিগ পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাওয়ার। সিরিজে অন্তত দুই ম্যাচ জিতলেই ইংল্যান্ডকে টপকে শীর্ষস্থান দখল করবে টাইগাররা।

আবার এই সিরিজে যদি আফগানিস্তনাকে হোয়াইট ওয়াশ করে ৩-০ তে সিরিজ জিততে পারে বাংলাদেশ তাহলে উন্নতি হবে ওডিআই র‍্যাংকিংয়েও। এক ধাপ উপরে উঠে ৬ নাম্বারে আসবে বাংলাদেশ।

দীর্ঘদিন পর ওয়ানডে খেলতে নামা বাংলাদেশ গতকাল মঙ্গলবার সাগরিকায় শেষ মুহুর্তের প্রস্তুতি সেরেছে। সংবাদ সম্মেলনে কথাও বলেছেন টাইগার কাপ্তান তামিম ইকবাল। তার কথার ভাষ্যমতে আপাতত হোয়াইট ওয়াশের দিকে নজর দিতে চায় না বাংলাদেশ দল। বা রশিদ-মুজিবদের নিয়ে গড়া আফগানিস্তানের স্পিনারদের দিকেও। তামিমের ভাবনায় এখন একটি করে ম্যাচ ধরে এগোনোর চিন্তা।

নিজের ঘরের মাঠে খেলতে নামা এই ওপেনার বলেছেন, ‘সিরিজে ৩-০তে জেতার বিষয়ে বলবো, আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা আগামীকাল শুরুটা কেমন করি। ৩-০ অনেক দূরের ব্যাপার। আমরা কালকের ম্যাচটা কেমন শুরু করি, কেমন ফিনিশ করি সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।’

বাংলাদেশ-আফগানিস্তান শেষবার একদিনের আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েছিলো ২০১৯ বিশ্বকাপের ম্যাচে। সেই ম্যাচে সাকিব আল হাসানের দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে ৬২ রানে আফগানদের হারিয়েছিলো টিম টাইগার্স।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ