শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:০৪ পূর্বাহ্ন

২০২৩ সালের এসএসসি সংক্ষিপ্ত সিলেবাসে -এইচএসসি

খালিদ হাসান রিপু / ১৭৩ বার
আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
সংগ্রহীত

প্রকাশ : ১২ এপ্রিল ২০২২

২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আর এসএসসি পরীক্ষা আগামী বছর এপ্রিল এবং এইচএসসি জুনে নেয়া হবে বলে নির্ধারণ করা হয়েছে।

দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।মঙ্গলবার (১২ এপ্রিল)

মন্ত্রী বলেন, ২০২৩ সালের এসএসসি ও দাখিল পরীক্ষা ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী নেয়া হবে। আর ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ঘোষিত ১৮০ দিনের সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গত ১৫ই মার্চ থেকে শিক্ষার্থীরা সশরীরে সপ্তাহে ছয়দিন করে শ্রেণি কার্যক্রমে অংশ নেয়ার সুযোগ পাচ্ছে। আগামী ডিসেম্বর পর্যন্ত যদি পুরোদমে ক্লাস চালু রাখা যায়, তাহলে শিক্ষার্থীরা নবম ও দশম শ্রেণিতে সর্বমোট ১৬২ কর্মদিবস শ্রেণি কার্যক্রমে অংশ নেয়ার সুযোগ পাবেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ