বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০২:১১ অপরাহ্ন

২০২১ সালে দেড় লক্ষাধিক ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন

আন্তর্জাতিক ডেস্ক / ৬৩ বার
আপডেট : বুধবার, ২০ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক || ২০২১ সালে দেড় লক্ষাধিক ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন।

ভারতের নাগরিকরা নিজ দেশের নাগরিকত্ব ছেড়ে পাড়ি জমাচ্ছেন ভিন্ন দেশে। ২০২০ সালের তুলনায় অনেক বেশি ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন ২০২১ সালে। ২০২০ সালে যেখানে ৮৫ হাজারের বেশি মানুষ ভারতের নাগরিকত্ব ছেড়েছিলেন, সেখানে ২০২১ সালে সংখ্যাটি দেড় লাখেরও বেশি।

মঙ্গলবার এ সংক্রান্ত তথ্য দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বহুজন সমাজ পার্টির (বিএসপি) এক এমপির প্রশ্নের জবাবে এমনই জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।

মন্ত্রণালয় জানায়, ২০২১ সালে মোট এক লাখ ৬৩ হাজার ৩৭০ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন। ২০২০ সালে এই সংখ্যাটা ছিল ৮৫ হাজার ২৫৬। ২০১৯ সালে এক লাখ ৪৪ হাজার ১৭ জন তাদের ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন।

বিএসপি এমপি হাজি ফজলুর রহমানের প্রশ্ন ছিল, ২০১৯ থেকে অদ্যাবধি কতজন ভারতের নাগরিকত্ব ছেড়েছেন এবং তারা কোন দেশের নাগরিকত্ব নিয়েছেন।

তারই জবাব দিয়ে নিত্যানন্দ জানিয়েছেন, ভারতীয় নাগরিকত্ব ছেড়ে অন্য কোনো দেশের নাগরিকত্ব নেওয়ার ক্ষেত্রে প্রথম স্থানে যুক্তরাষ্ট্র। ২০২০ সালে যেখানে ভারতের নাগরিকত্ব ছেড়ে ৩০ হাজার ৮২৮ জন আমেরিকার নাগরিক হওয়ার আবেদন করেছিলেন, ২০২১ সালে সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ৭৮ হাজার ২৮৪।

আর দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ২০২১ সালে ২৩ হাজার ৫৩৩ জন ভারতের নাগরিকত্ব ছেড়ে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিয়েছেন। তৃতীয় স্থানে কানাডা, সেই দেশে ২০২১ সালে ২১ হাজার ৫৯৭ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়ে কানাডার নাগরিক হয়েছেন। চতুর্থ স্থানে রয়েছে ব্রিটেন।

সেখানে ২০২১ সালে ১৪ হাজার ৬৩৭ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়ে ইংল্যান্ডের নাগরিকত্ব গ্রহণ করেছেন। এ ছাড়াও ভারতীয় নাগরিকত্ব ছেড়ে অন্য দেশের নাগরিক হওয়ার তালিকায় নাম রয়েছে ইতালি, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, জার্মানি, নেদারল্যান্ডস ও সুইডেনের।

গত বছর ডিসেম্বরে নিত্যানন্দ সংসদে জানিয়েছিলেন, গত সাত বছরে সাড়ে আট লাখের বেশি মানুষ ভারতের নাগরিকত্ব ছেড়ে অন্য দেশের নাগরিক হয়েছেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। আশিকুল/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ