বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:৪৯ অপরাহ্ন

১৬ মাসের শিশুর কামড়ে সাপের প্রাণ হানি

প্রতিনিধির নাম / ২৭৯ বার
আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি।। ১৬ মাসের শিশুর কামড়ে সাপের প্রাণ হানি

চুয়াডাঙ্গা সদর উপজেলায় খেলার সময় খাটের নিচে থাকা সাপের বাচ্চাকে কামড় দেয় জান্নাতুল ফেরদৌস নামে এক শিশু। এতে ক্ষতবিক্ষত হয়ে সাপটি মারা যায়। আজ মঙ্গলবার (৭ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার উজলপুর গ্রামের বিলপাড়ায় এ ঘটনা ঘটে।

জান্নাতুল ফেরদৌস নামের শিশুটির বাড়ি বিলপাড়া গ্রামে। তার বাবা রিয়াজুল ইসলাম ও মা শিলা খাতুন।শিশুটির মা বলেন, আমার মেয়ে জান্নাতুল ফেরদৌসের বয়স ১৬ মাস। সকালে চাচাতো ভাইয়ের সাথে ঘরের মধ্যে খেলছিল আমার মেয়ে।

খেলার সময় জান্নাতুল খাটের নিচে চলে যায়। এসময় খাটের নিচে থাকা সাপের বাচ্চাকে কামড় দিয়ে ক্ষতবিক্ষত করে ফেলে। পরে সাপের বাচ্চাটির মারা যায়। আমার মেয়ে ও তার চাচাতো ভাইকেকেসহ সাপটি নিয়ে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যায়।

তিনি আরও বলেন, খাটের নিচে সাপের বাচ্চা থাকায় আমরা হতভাগ হয়েছি। যদি আমার মেয়েকে কামড় দিতো, তাহলে বড় কোনো ঘটনা ঘটতে পারতো। আল্লাহপাক আমার মেয়েকে বাঁচাইছেন।

তবে কি সাপ সেটা চিহ্নিত করা যায়নি। প্রতিবেশিরা বলছেন এটা বিষধর সাপের বাচ্চা হতে পারে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন বলেন, শিশু জান্নাতুলকেকে প্রায় তিন ঘণ্টা পর্যবেক্ষণের রাখা হয়েছিল। সাপটি শিশুকে দংশন করলে বিষক্রিয়ার কোনো প্রতিক্রিয়া দেখা যেত। শিশুটি সুস্থ থাকায় বাড়ি পাঠানো হয়েছে৷

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। তাসরিফ/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ