ইতালিতে ১৪ বছর বয়সী মেয়েকে বিয়ের জন্য বাধ্য করার অভিযোগে এক বাংলাদেশি দম্পতিকে তদন্তের আওতায় আনা হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) স্থানীয় গণমাধ্যম ‘আন সা’য় পুলিশের বরাত দিয়ে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, ছুটি কাটানোর কথা বলে মেয়েকে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করেন অভিযুক্ত বাবা-মা। মেয়েটি বিয়ে করতে রাজি নয়। এরপরও বাবা-মা মিলে তাকে বোঝানোর চেষ্টা করেন। তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এছাড়া মেয়েটিকে বোরকা পরতে বাধ্য করেছিলেন তাদের বাবা-মা। টিভি দেখতে দিতেন না। এমনকি ওই মেয়েকে স্কুলের ইতালীয় বন্ধুদের সঙ্গে মেলামেশা করতে নিষেধ করা হয়। মেয়ের সম্মতি আদায়ে ব্যর্থ হয়ে তারা হুমকি-ধমকি দেওয়ার পাশাপাশি মারধরও করেন। পরিবারটি চেয়েছিল, সে তাদের পছন্দের ছেলেকে বিয়ে করুক। কিন্তু মেয়েটি চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখতো। তার স্বপ্নে বাধা সৃষ্টি হবে বলে সে বিয়েতে আপত্তি জানিয়েছে।
যখন বাবা-মা তাকে বাংলাদেশে সাজানো বিয়েতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল তখন মেয়েটি বাড়ি থেকে পালিয়ে যায়। পরে ইতালীয় পুলিশের সহযোগিতা নেয়।