শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:১১ পূর্বাহ্ন

১০ টাকার নতুন নোট আসছে রোববার

রাজু ডিয়ান / ৯৬ বার
আপডেট : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
১০_টাকার_নতুন_নোট_আসছে_রোববার
১০ টাকার নতুন নোট আসছে রোববার

নিউজ ডেস্ক, নরসিংদী জার্নাল | ১০ টাকার নতুন নোট আসছে রোববার
বাজারে আসছে ১০ টাকার নতুন নোট। রোববার (১০ এপ্রিল) থেকে নতুন এ নোট সরবরাহ করবে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় ব্যাংক জানায়, ১০ টাকা মূল্যমান ব্যাংক নোটের ব্যাপক চাহিদার প্রতি লক্ষ্য রেখে দ্রুততম সময়ে বাজারে পর্যাপ্ত পরিমাণ নতুন নোট সরবরাহ নিশ্চিত করা হবে। নতুন এ ১০ টাকা মূল্যমান নোটের সম্মুখভাগের ইন্টাগ্লিও (অসমতল ছাপা) মুদ্রণ ব্যতীত বঙ্গবন্ধুর ছবি ও গভর্নর ফজলে কবিরের সই সংবলিত ১০ টাকা মূল্যমান ব্যাংক নোট মুদ্রণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন প্রচলিত এ নোটটিতে বিদ্যমান ১০ টাকা মূল্যমান ব্যাংক নোটের মূল রং, ডিজাইন ও আকার অপরিবর্তিত রয়েছে। নোটের সম্মুখভাগে উপরে বাম কোণে মুদ্রিত ‘১০’ ও মাঝখানে ‘বাংলাদেশ ব্যাংক’ লেখাটি ‘লালচে’ এর পরিবর্তে ‘সাদা’ এবং গভর্নরের সই কালোর পরিবর্তে লালচে-খয়েরি রঙে মুদ্রিত হয়েছে। এছাড়া, নোটের সম্মুখভাগের অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য (নিরাপত্তা সুতা, জলছাপ, মাইক্রোটেক্সট ইত্যাদি) এবং নোটের পেছনভাগের অফসেট মুদ্রণ অপরিবর্তিত রয়েছে। নতুন নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তীতে ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনী ও শাস্তিযোগ্য অপরাধ। রাজু ডিয়ান, নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ