আন্তর্জাতিক ডেস্ক || ১০০ শ্রমিক নি’হত, চাদের স্বর্ণখনিতে ভ’য়াবহ সং’ঘর্ষে |
আফ্রিকা মহাদেশে সুদানের পার্শ্ববর্তী দেশ রিপাবলিক অফ চাদের প্রত্যন্ত অঞ্চলে স্বর্ণখনিতে ভ’য়াবহ সং’ঘর্ষে অন্তত ১০০ জন শ্রমিক মা’রা গেছেন। এ ঘটনায় আ’হত হয়েছে কমপক্ষে ৪০ জন। সোমবার (৩০ মে) এমনটাই জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল দাউদ ইয়াইয়া ব্রাহিম।
তিনি এএফপি বার্তা সংস্থাকে জানান, দুই ব্যক্তির মধ্যে সামান্য তর্কা’তর্কি থেকেই ভ’য়াবহ সং’ঘর্ষ শুরু হয়। শ্রমিকদর মধ্যে ওই সং’ঘাতে এখনও পর্যন্ত প্রায় একশ জন শ্রমিক নি’হত হয়েছে। চল্লিশ জন আ’হত হয়েছে। গত সপ্তাহে এ সং’ঘর্ষ হয়েছে কিন্তু বিস্তারিত এখন বেরিয়ে আসছে বলে জানা যায় বিবিসির এক প্রতিবেদনে।
প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে বিশাল সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, এই প্রথমবার নয় যে এই অঞ্চলে সোনার খনি শ্রমিকদের মধ্যে সং’ঘর্ষ হয়েছে। আপাতত আমরা সেখানে সমস্ত সোনার খনির কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। রাজধানী এনজামেনা থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে মধ্য সাহারার একটি অসম ও কার্যত আইনহীন এলাকা তিবেস্তি পর্বতমালা।
চাদের যোগাযোগ মন্ত্রী আব্দেরামান কৌলামাল্লা একটি বিবৃতিতে বলেন যে সং’ঘর্ষে বেশ কয়েকজন মানুষের মৃ’ত্যু হয়েছে। বেশ কয়েকজন আ’হতও হয়েছেন। এদিকে, নিরাপত্তা বাহিনীর বি’রুদ্ধে অত্যাধিক বলপ্রয়োগ ও হ’ত্যার অভিযোগ উঠছে।
চাদের জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান মাহামত নুর ইবেদু বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, যে সৈন্যদের শান্তি রক্ষার জন্য পাঠানো হয়েছিল কিন্তু তারা মানুষের উপর গু’লি চালিয়েছে। তিনি এবং একজন বিরোধী নেতা নি’হতের সংখ্যা ২০০ জন হবে বলে জানিয়েছেন। কিন্তু কর্তৃপক্ষ এটি অ’স্বীকার করে বলেছে যে সৈ’ন্যরা এ ঘটনায় জড়িত নয়। কৌরি বৌগৌদিতে সমস্ত সোনার খনির কার্যক্রম এখন স্থগিত রয়েছে।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। আশিকুল/নরসিংদী জার্নাল