বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:১৪ অপরাহ্ন

১০০ কেজি ওজনের বাগার মাছ ধরে তাক লাগিয়ে দিল গ্রামের মহিলারা

ডেস্ক নিউজ, নরসিংদী জার্নাল / ১৮৪৭ বার
আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২
১০০_কেজি_ওজনের_বাগার_মাছ_ধরে_তাক_লাগিয়ে_দিল_গ্রামের_মহিলারা

ডেস্ক নিউজ, নরসিংদী জার্নাল || ১০০ কেজি ওজনের বাগার মাছ ধরে তাক লাগিয়ে দিল গ্রামের মহিলারা।

বর্ম-ধাতুপট্টাবৃত ধরণের বা খালি ধরণের দুটিতেও স্কেল থাকে না। তাদের নাম সত্ত্বেও, সমস্ত ক্যাটফিশের বিশিষ্ট বার্বেল বা “হুইস্কার” নেই।

সিলুরিফর্মস অর্ডার সদস্যদের মাথার খুলি এবং সুইমব্ল্যাডারের বৈশিষ্ট্য দ্বারা সংজ্ঞায়িত করা হয়। ক্যাটফিশের যথেষ্ট বাণিজ্যিক গুরুত্ব রয়েছে; বৃহত্তর প্রজাতির অনেকগুলিই খাওয়ার জন্য খামারি বা মাছ ধরা হয়। অ্যাকোয়ারিয়াম শখের মধ্যে অনেক ছোট প্রজাতি,

বিশেষত Corydoras প্রজাতিটি গুরুত্বপূর্ণ। অনেকগুলি ক্যাটফিশ নিশাচর , তবে অন্যরা (অনেক অচেনিপেটেরিডে) ক্রেপাসকুলার বা ডিউরানাল (উদাহরণস্বরূপ, বেশিরভাগ লরিচারিইডি বা কালিচিথাইডি)।

যদিও বেশিরভাগ অগভীর, প্রবাহিত জলের বাসিন্দা তবে এই মাছ গুলি মিঠা পানির পরিবেশে দেখা যায়। কমপক্ষে আটটি পরিবারের প্রতিনিধি হিপোজেন (লাইভ আন্ডারগ্রাউন্ড) তিনটি পরিবার নিয়ে ট্রোগলব্যাটিক (আবাসিক গুহাগুলি)।

এইরকম প্রজাতি Phreatobius cisternarum , লাইভে ভূগর্ভস্থ পরিচিত phreatic আবাসস্থল। পরিবার থেকে অনেক প্রজাতি Ariidae এবং Plotosidae , এবং মধ্য থেকে কয়েক প্রজাতির Aspredinidae এবং Bagridae , লবণ পানি পাওয়া যায়

ভিডিওটি সোস্যাল মিডিয়ায় আসার সাথে সাথে ব্যাপক সাড়া পেয়েছে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। হিমেল/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ