ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনার এক মাস পূর্ণ হলেও এখনো নিখোঁজ রয়েছেন বরগুনার তালতলী উপজেলায় ছোটবগী গ্রামের নানি-নাতি। দুর্ঘটনার পরদিন গত ২৪ ডিসেম্বর বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে ২২ জন নিখোঁজের মধ্যে ওই দুজন ছিলেন।
নিখোঁজ দুজন হলেন তালতলী উপজেলার ছোটবগী এলাকার কামাল শিকদারের স্ত্রী রেখা বেগম (৩৫) ও তাঁর নাতি মো. জুনায়েদ শিকদার (৭)। রেখার স্বামী কামাল শিকদার মুঠোফোনে বলেন, ‘মনকে বোঝাতে পারছি না।
কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে। আদৌ আমার স্ত্রী ও নাতি বেঁচে আছে না মারা গেছে, তা এখনো বলতে পারছি না। ’তালতলী থানার ওসি মো. সাকোয়াত হোসেন তপু বলেন, রেখা বেগম ও তাঁর নাতির খোঁজ নেই।
গত ২৩ ডিসেম্বর ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চের ইঞ্জিনরুম থেকে আগুনের সূত্রপাত হয়ে ৪২ জনের মৃত্যু হয়।