বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:৫৭ পূর্বাহ্ন

হিলিতে চালের দাম বাড়ায়, বিপাকে নিম্ন আয়ের মানুষ

নিজস্ব প্রতিবেদক,নরসিংদী জার্নাল / ১১৪ বার
আপডেট : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

সরবরাহ কমের অযুহাতে দিনাজপুরের হিলিতে বেড়েছে সব ধরনের চিকন জাতের চালের দাম। সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে চালের দাম কেজিতে বেড়েছে ৬ থেকে ৭টাকা।

দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বাজারে চিকন জাতের চালের সরবরাহ কমার কারণে দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

আজ (শুক্রবার) সন্ধ্যায় হিলিতে চালের বাজার ঘুরে দেখা যায়, চাল নিয়ে বসে আছেন বিক্রেতারা। দাম বাড়লেও খোলা বাজারে সরকারিভাবে চাল বিক্রির কারণে বেচা-কেনা কমে গেছে ব্যবসায়ীদের।

সপ্তাহের ব্যবধানে কেজিতে ৭ টাকা বেড়ে ৫৫ টাকা কেজি মিনিকেট জাতের চাল বিক্রি হচ্ছে ৬২ টাকা কেজি দরে, আটাশ জাতের চাল কেজিতে ৬ টাকা বেড়ে ৪৪ টাকার চাল বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।

চাল কিনতে আসা রিক্সা চালক মামিদুল বলেন, হিলি বাজারে হঠাৎ চালের দাম বৃদ্ধি পেয়েছে। এতে আমাদের সংসার চালাতে খুব কষ্টকর হচ্ছে।

সব চাল কেজিতে ৬ থেকে ৭ টাকা বেড়েছে। চালের দাম বাড়লেও আয় বাড়েনি, তাই সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে।

সোবহান নামে একজন ক্রেতা বলেন, বাজারে সব জিনিসের দাম বেড়েছে। দাম বাড়ায় নিম্ন আয়ের মানুষদের বিপাকে পড়তে হচ্ছে। এদিকে আবার হঠাৎ করে চালের দাম বেড়েছে। চালের দাম বেশির কারণে আমাদের সমস্যা হচ্ছে, দাম কমে আসলে আমাদের জন্য অনেক ভালো হয়।

হিলি বাজারের পাইকারী ব্যবসায়ী মোজাহার হোসেন বাবুল বলেন, মিলগুলোতে চিকন জাতের চালের সরবরাহ কমার কারণে আমাদের বেশি দামে কিনতে হচ্ছে। আমরা দু-একটাকা লাভ রেখে চাল বিক্রি করছি। অন্যদিকে চিকন জাতের এসব চালের সরবরাহ কমেছে ফলে চালের দাম কিছুটা বেড়েছে। দাম বাড়ার কারণে আমাদের বেচা-কেনা অনেকটাই কমে গেছে। সরবরাহ বাড়লে দাম আবারও কমে আসবে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। তাসরিফ/ নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ