সোমবার, ০৫ জুন ২০২৩, ০৮:০৮ অপরাহ্ন

“মহানবী (সা.)-কে নিয়ে ‘কটূক্তি’ যুবক গ্রে’প্তার”

রিপু / ৯৭ বার
আপডেট : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী খবর ||

পঞ্চগড়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে স্থানীয়রা থানায় অভিযোগ করলে নীলফামারী জেলা পুলিশের সহায়তায় চিলাহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা। নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার ইকবাইল হোসেন প্রধান (৩৮) পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ভিতরগড় বড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইকবাইল বিশ্ব নবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে বিভিন্ন ভাবে কটূক্তি করে আসছিল। কখনো সে বলতো নবী নেই, এটা ভূয়াসহ বিভিন্ন কথা বলে মানুষকে বিভ্রান্ত করতো। তাই স্থানীয়রা একত্রিত হয়ে কটূক্তি করায় ইকবাইলের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় অভিযোগ দয়ের করেন।

এ দিকে অভিযুক্ত ইকবাইল মামলার পর থেকে আত্মগোপনে থাকলে নীলফামারী জেলা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে পঞ্চগড় সদর থানা পুলিশ। আটক ওই ব্যক্তিকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ   রিপু /নরসিংদী খবর

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ