রাজধানীর হাতিরঝিলে ভাসমান অবস্থায় এক নারীর ম রদেহ উদ্ধার করছে পুলিশ।হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুকের নেতৃত্বে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে নৌকায় করে ম রদেহটি উদ্ধার করা হয়।
এসআই ফারুক বলেন, ‘হাতিরঝিল থেকে ম রদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।’
মৃ ত্যুর কারণ সম্পর্কে তিনি বলেন, ‘ম রদেহের শরীরে কোনো ক্ষতচিহ্ন পাওয়া যায় নাই। অজ্ঞাত এই নারীর হাতের মধ্যে মুষ্টিবদ্ধ অবস্থায় ১৭ টাকা পাওয়া গেছে।
‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ছিন্নমূল মানুষ; পানিতে পড়ে মারা গেছেন।’