শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৫ অপরাহ্ন

হাটে কদর দেশীয় বলদের, বিক্রি হচ্ছে চড়া দামে

প্রতিনিধির নাম / ৮২ বার
আপডেট : শুক্রবার, ৮ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।। হাটে কদর দেশীয় বলদের, বিক্রি হচ্ছে চড়া দামে

রাজশাহীর সিটি হাটে কদর দেখা গেছে বলদ গরুর। গতকাল বুধবার সাপ্তাহিক পশুর হাটে গিয়ে দেখা যায়, আমদানির তুলনায় বিক্রি বেশ ভালো।

দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতারা কিনেছেন বলদ ও দেশীয় গরু। সেইসাথে চড়া দামে বিক্রি হতে দেখা গেছে মাঝারি দেশাল ও সাদা বলদ গরু।

প্রতিবছর কোরবানিতে দেশে বিপুল পরিমাণ পশু আমদানি করা হতো। আমাদের দেশে ভারতীয় বলদ গরুর চাহিদা বেশ ভালো থাকায় আমদানির প্রতি একটা ঝোঁক থেকেই যেতো।

কিন্তু বাংলাদেশের প্রাণিসম্পদ অধিদপ্তর ভারতীয় গরু আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। তাই হাটে ভারতীয় সাদা বলদ গরু দেখা যায়নি। খামারের উৎপাদিত গরু হাট জমিয়েছে।

কোরবানির প্রয়োজন মিটিয়েছে। সবমিলিয়ে আমদানি করা গরুর জায়গা দখল করতে পেরেছে দেশীয় বলদ। দামের তুলনায়ও বেশ ভালো।

পড়তে পারেন: ভালো দামে বিক্রি হচ্ছে দেশী গরু, চাহিদার শীর্ষে মাঝারি

রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ দফতর সূত্রে জানা গেছে, রাজশাহী বিভাগের আট জেলায় মোট কোরবানিযোগ্য পশু রয়েছে ২৭ লাখ ২৮ হাজার ৪৬০টি। এরমধ্যে ২০ হাজার ২৫২টি বলদ গরু রয়েছে।

এছাড়া ১৬ হাজার ৬৭৩ মহিষ, ষাঁড় গরু ১৬ লক্ষ ৪ হাজার ৬১৯, ১৩ লাখ ৫৩ হাজার ছাগল এবং ২২ লাখ ৬ ভেড়া ৫৪৯। এসব পশুর ২০ শতাংশ অনলাইনে আর বাঁকি ৮০ শতাংশ গরু প্রচলিত হাটে বিক্রি হবে।

গতকাল সকাল থেকেই হাটে আসতে শুরু করে আশেপাশের বিভিন্ন জেলার গরু। রাজশাহী ছাড়াও নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ থেকে পশু আমদানি করা হয়।

দেশের চট্টগ্রাম, সিলেট, পটুয়াখালী, নোয়াখালী অঞ্চল থেকে বড় বড় পাইকাররা আসেন এই হাটে। একেকজন পাইকার কেনেন ৪০ থেকে ১০০টি পর্যন্ত গরু-মহিষ।

সরেজমিনে হাটে গিয়ে দেখা যায়, লটের পর লট (কয়েকটি গরু একসাথে বাধার স্থান) সাদা বলদ গরু। আনাগোনা চলছে ক্রেতা-বিক্রেতার।

মাঝেমাঝে উভয়ের মধ্যে চলছে বচসা। বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, ১০ মণ ওজনের একটা গরু বিক্রি হচ্ছে ৩ লাখ ২০ হাজার থেকে ৩০ হাজার পর্যন্ত।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ