বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৭:০৮ অপরাহ্ন

হবিগঞ্জে নৌকা ৮টি ইউনিয়নের মধ্যে ৬টিতেই পরাজিত!

রাব্বি মল্লিক / ২০১ বার
আপডেট : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে ভোট শেষ হয়েছে। এই নির্বাচনে হবিগঞ্জে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। ৮টি ইউনিয়নের মধ্যে ৬টিতেই পরাজিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা। ১টি বিএনপি, ১টি জাতীয় পার্টি ও আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন ৪টিতে।

নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, শায়েস্তাগঞ্জ সদর ইউপিতে আওয়ামী লীগ বিদ্রোহী বুলবুল খান, বাহুবল সদরে আওয়ামী লীগ বিদ্রোহী আজমল হোসেন খান, মিরপুরে বিএনপি নেতা মো. শামীম, লামাতাশি জাতীয় পার্টি প্রার্থী উস্তার মিয়া তালুকদার,

পুটিজুরি ইউপিতে আওয়ামী লীগ দলীয় আলহাজ্জ মো. মুদ্দত আলী, স্নানঘাটে আওয়ামী লীগ বিদ্রোহী মো. তোফাজ্জল হক রাহিন, ভাদেশ্বরে আওয়ামী লীগ দলীয় কামরুজ্জামান বশির ও সাতকাপন ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী আব্দুর রেজ্জাক জয় পেয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদিকুল ইসলাম জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ