বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:৪৬ অপরাহ্ন

হঠাৎ গোলাপি বর্ণ ধারণ করেছে অ্যান্টার্কটিকার আকাশ

প্রতিনিধির নাম / ৮৩ বার
আপডেট : শনিবার, ১৬ জুলাই, ২০২২

ছবি: সংগৃহীত
হঠাৎ গোলাপি হয়ে উঠেছে অ্যান্টার্কটিকার আকাশ। এমন দৃশ্যে অভিভূত অঞ্চলটির আশেপাশে বাস করা স্থানীয়রা। সাদা বরফে ঢাকা মহাদেশ এখন গোলাপি আভায় পরিপূর্ণ।

শীতকালে সাধারণত অন্ধকারে আচ্ছন্ন থাকে এই অঞ্চল। এ বছর এমন ঘটনা তাই অবাক করেছে সবাইকে। শুক্রবার (১৫ জুলাই) ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান তাদের প্রতিবেদনে বিষয়টি তুলে ধরে।

বিজ্ঞানীরা বলছেন, জানুয়ারিতে টোঙ্গা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সৃষ্টি হয়েছে এই রঙের আকাশ। এটিকে বলা হচ্ছে অগ্ন্যুৎপাতের ‘আফটারগ্লো’ প্রভাব। অ্যান্টার্কটিকা থেকে প্রায় ৭,০০০ কিলোমিটার দূরে টোঙ্গা আগ্নেয়গিরির অবস্থান।

গত মাসে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় দেখা গিয়েছিল এমন ‘পিঙ্কস্কাই’। অগ্ন্যুৎপাতের ফলে আকাশের একটি স্তরে জমা হয় বিশেষ ধরনের অ্যারোসোল। পাল্টে যায় আকাশের রঙ।

সৃষ্টি হয় আশ্চর্যসুন্দর পরিবেশ। শুভ্র বরফের দেশ অ্যান্টার্কটিকার গোলাপি রূপ কতদিন থাকবে, জানা নেই কারো।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ