রবিবার, ০৪ জুন ২০২৩, ১২:৩৬ অপরাহ্ন

  সড়ক-মহাসড়কে কোরবানির পশুর হাট নয়

প্রতিনিধির নাম / ৫৪ বার
আপডেট : রবিবার, ৩ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদক।।   সড়ক-মহাসড়কে কোরবানির পশুর হাট নয়

কোনোভাবেই সড়ক ও মহাসড়কের ওপরে কোরবানির পশুর হাট বসানো যাবে না বলে কড়া নির্দেশ নিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এছাড়া সড়কে ফিটনেসবিহীন গাড়িতে প’শু পরিবহন না করার বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এজন্য উৎসমুখে কড়া নজরদারি বাড়াতে এবং প্রত্যেক জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশকে সক্রিয় থাকতে বলেন মন্ত্রী।

আজ রোববার (৩ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভায় এমন নির্দেশ দেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রস্তুতি সভায় যুক্ত হন।

পদ্মা সেতু চালুতে অনেক প’শুবাহী যানবাহন এই পথে ঢাকায় ঢুকবে বিষয়টি বিবেচনায় নেওয়ার ওপর গুরুত্বারোপ করে ওবায়দুল কাদের বলেন, ‘এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বাড়বে। তাই চাপ সামলাতে এক্সপ্রেসওয়ের টোল প্লাজা, পদ্মা সেতু, বঙ্গবন্ধু সেতু এবং মেঘনা ও গোমতি সেতুর টোল প্লাজায় বুথ সংখ্যা বাড়াতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘ঈদে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে। তাই ঘরমুখো মানুষকে পরিবহনে যাতায়াতে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের আরও সতর্ক থাকতে হবে।

’যানবাহনে অতিরিক্ত ভাড়া নিয়ে ব্যবস্থাপ্রতি বছর ঈদের সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ ওঠে। এবার ঈদযাত্রায় মানুষের কাছ থেকে যেন অতিরিক্ত ভাড়া না নেওয়া হয় সে ব্যাপারে হুঁ’শিয়ারি দিয়েছেন ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, ‘অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে।’

ঈদ উপলক্ষে ২৪ ঘণ্টা সিএনজি স্টেশনগুলো খোলা রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল

 

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ