বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৭:৪১ অপরাহ্ন

সড়কে ত্রিমুখী সং’ঘর্ষে নি’হত ৬

প্রতিনিধির নাম / ৯৮ বার
আপডেট : বুধবার, ১ জুন, ২০২২

ছবি: সংগৃহীত
রাজবাড়ীর কালুখালিতে প্রাইভেটকার, ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। বুধবার (১ জুন) সকাল ৯টা ৫ মিনিটে উপজেলার চাঁদপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

নাজমুল হাসান জানান, কুষ্টিয়া থেকে একটি ট্রাক এবং একটি অটোরিকশা একই মুখে রাজবাড়ির দিকে যাচ্ছিল। কালুখালী ফায়ার সার্ভিসের সামনে এসে পৌঁছলে ট্রাকটি অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। একই সময় রাজবাড়ী থেকে কুষ্টিয়ামুখী একটি প্রাইভেটকারের সঙ্গে ওই ট্রাকটির ফের সংঘর্ষ হয়।

ওসি বলেন, এ ঘটনায় ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজন মারা যান। প্রাথমিকভাবে কারও পরিচয় জানা যায়নি।

আহত দুজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
সূত্র বিডি২৪লাইভ

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ