বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৩:২৭ অপরাহ্ন

স্বামীর হাতটা সারা জীবনের জন্য ধরে রাখতে চাই: সানাই মাহবুব

প্রতিনিধির নাম / ১০৯ বার
আপডেট : মঙ্গলবার, ৩১ মে, ২০২২

ছবি: সংগৃহীত
যে হাতটা সমাজ, সংসার সব কিছুর কথা ছেড়ে আমার হাতটা ধরলো। আমি সেই হাতটা সারাজীবনের জন্য ধরে রাখতে চাই বলে জানিয়েছেন আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। মঙ্গলবার (৩১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এসব কথা জানান তিনি।

সানাই লিখেছেন, ‘আর যে হাতটা সমাজ, সংসার সব কিছুর কথা ছেড়ে আমার হাতটা ধরলো। আমি সেই হাতটা সারাজীবনের জন্য ধরে রাখতে চাই। আমাদের জন্য দোয়া রাখবেন যেনো তাড়াতাড়ি ওমরাহ করতে পারি… আল্লাহ যেনো ওমরাহ নসিব করেন তাড়াতাড়ি…’

গত শুক্রবার (২৭ মে) গোপনেই বিয়ের পিঁড়িতে বসেন আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। খানিকটা গোপনেই বিয়ে করেন তিনি। নীলফামারী শহরের বাবু পাড়ায় পৈতৃক বাড়িতে বিয়ে করেন এ অভিনেত্রী। তার বরের নাম আবু সালেহ মুসা। তিনি ঢাকায় একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা।

এর আগে, ২০১৯ সালে সানাই সাবেক এক মন্ত্রীকে বিয়ে করছেন বলে খবর প্রকাশ হয়েছিল। সে সময় একটি সংবাদমাধ্যমকে আলোচিত এই মডেল নিজেই খবরের সত্যতা নিশ্চিত করে বলেছিলেন,

পারিবারিকভাবেই বিয়ে করতে যাচ্ছি। আমাদের বাগদান হয়ে গেছে। সবার কাছে দোয়া চাই আমার নতুন জীবনের জন্য। তারপর সে বিয়ে নিয়ে তেমন কিছু আর শোনা যায়নি।

অভিনেত্রী হিসেবে ক্যারিয়ারে খুব একটা সুবিধা করতে পারেননি সানাই। আলোচিত হওয়ার বদলে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে সমালোচিতই হয়েছেন অনেক বেশি।

গত বছর অভিনয় ছেড়ে আল্লাহর পথে বাকি জীবন কাটানোর ঘোষণা দিয়েছিলেন তিনি। তারপর থেকেই হিজাব পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিত হতে দেখা যেত তাকে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ