বরিশালের উজিরপুর উপজেলায় স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীকে হ.ত্যার অভিযোগ উঠেছে মঙ্গলবার (১২ জুলাই) রাতে উপজেলার বড়াকোঠা গ্রামে এ ঘটনা ঘটে। নিহ.ত ব্যক্তি বামরাইল ইউনিয়নের হস্তিশুণ্ড গ্রামের বজলু হাওলাদারের মেয়ে রুবিয়া আক্তার (৩০)।
জানা গেছে, বড়াকোঠা গ্রামের স্বপন ব্যাপারীর সঙ্গে প্রায় ১৩ বছর আগে বিয়ে হয় রুবিয়া আক্তারের। তাদের সংসারে দুই ছেলে রয়েছে। তবে স্বামী স্বপনের সঙ্গে এক তরুণীর পরকীয়া চলেছিল দীর্ঘদিন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই মারা.মারি হতো।
এদিকে হঠাৎ করে মঙ্গলবার (১২ জুলাই) গভীর রাতে স্বপনের মোবাইলে ওই তরুণীর অশ্লীল ছবি আসে। এ সময় রুবিয়া তা দেখে ফেলায় বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাকে পি টিয়ে ও শ্বাস রোধে স্বপন হ.ত্যা করেন বলে অভিযোগ নিহ তের পরিবারের। তবে স্ত্রীর মৃত্যুর পর পালিয়েছেন স্বপন।
অভিযোগ অস্বীকার করে স্বপনের পরিবার জানান, মঙ্গলবার (১২ জুলাই) রাতে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রুবিয়া। নিহ তের ছেলে রাহাত জানান, তার বাবার সঙ্গে অন্য নারীর প্রেমের বিষয় নিয়ে ঝগড়া হয়েছে মায়ের। পরে তার মাকে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে।
নিহত রুবিয়ার ভাই রাসেল বলেন, বুধবার (১৩ জুলাই) ভোরে ভাগ্নে রাহাত মোবাইলে ফোন দিয়ে জানায় তার বাবা রুবিয়াকে মেরে ফেলেছে।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মমিন উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা