পঞ্চগড় জেলা প্রতিনিধি।। স্বা’মীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রা’কচাপায় নারীর প্রানহানি
মোটরসাইকেলযোগে স্বামীর সঙ্গেদাওয়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় শাহনাজ পারভীন (৪০) নামে এক নারীর মৃ’ত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২২ জুলাই) বিকেলে পঞ্চগড় শহরের ধাক্কামারা পুরাতন সড়ক ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নি’হত শাহনাজ দিনাজপুর উপশহর এলাকার সুমন ইসলামের স্ত্রী। এ ঘটনায় তার স্বামীও আহত হয়েছেন। শাহনাজ-সুমন দম্পতি সন্ধানী লাইফ ইনসুরেন্স নামে একটি বীমা কোম্পানিতে চাকরি করতেন।স্থানীয়রা জানায়, বিকেলে স্বামীর সঙ্গে মোটরসাইকেলযোগে দাওয়াতে যাচ্ছিলেন। যাওয়ার পথে করতোয়া সেতু পার হলে একটি বালুবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে পেছন থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়েন শাহনাজ।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠালে পথে শাহনাজের মৃত্যু হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সড়ক দুর্ঘটনায় মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে বলেন, ট্রাক এবং চালককে আটক করা যায়নি। আইনগত প্রক্রিয়ার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল