শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৭:০৫ অপরাহ্ন

স্বা’মীর কাছে টাকার হিসাব পাওনা র’ইলো স্ত্রী’র

প্রতিনিধির নাম / ৯৯ বার
আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২

মৌলভীবাজার জেলা প্রতিনিধি।। স্বা’মীর কাছে টাকার হিসাব পাওনা র’ইলো স্ত্রী’র

স্বামী কাছে পাঠানো টাকার হিসাব চান স্ত্রী। সব টাকা খরচ করে ফেলেছেন বলে স্ত্রীকে জানান স্বামী। এ নিয়ে প্রায় প্রতিদিনই তাদের ঝগড়া হতো। গতকাল রাতেও হয় ঝগড়া। কিন্তু আজ সকালে পাওয়া যায় সেই স্ত্রীর মরদেহ। এমন ঘটনা ঘটে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাধীন ভুনবীর ইউনিয়নের মাধবপাশা গ্রামে।

আজ সোমবার (১৮ জুলাই) সকালে বিদেশ ফেরত আকলিমা বেগম (২৬) নামের এক নারীর মরদেহউদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। এ ঘটনায় স্বামী পলাতক আছেন।

আকলিমা মাধবপাশা গ্রামের আবুল কাশেমের মেয়ে। তার স্বামী পারভেজ কচুয়া উপজেলার চকরা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তাদের চার বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

আকলিমা বেগমের চাচাতো ভাই রুবেল মিয়া জানান, আকলিমা ও পারভেজ তারা দুজন সৌদি আরবে চাকরি করতেন। সেখানে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। চার বছর আগে সৌদি আরবে তারা বিয়ে করেন।

তিনি আরও জানান, সৌদি আরব থেকে আকলিমা ও পারভেজ দুজনে দেশে চলে আসেন। কিছুদিন দেশে থাকার পর পারভেজকে বাড়িতে রেখে আকলিমা কাতারে চলে যান। সেখানে ১৮ মাস চাকরি করে গত ১৫ জুলাই দেশে ফিরে আসেন আকলিমা।

দেশে আসার পর স্বামী পারভেজের কাছে কাতার থেকে পাঠানো টাকার হিসাব চান আকলিমা। পারভেজ সব টাকা খরচ করে ফেলেছেন বলে আকলিমাকে জানান। এ নিয়ে স্বামী-স্ত্রীর প্রায় প্রতিদিনই ঝগড়া হতো। গতকাল রাতেও তাদের ঝগড়া হয়।

আকলিমার প্রতিবেশী আলমগীর মিয়া জানান, আকলিমার মা সকালে এসে দেখে তাদের ঘরের দরজায় তালা দেওয়া। পরে তালা ভেঙে ঘরে ঢুকে দেখতে পান আকলিমার মরদেহ পড়ে আছে। আকলিমার মায়ের চিৎকার শুনে আমরা তাদের বাড়িতে আসি, পরে পুলিশকে খবর দিই।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, স্থানীয়দের কাছ থেকে জানতে পারি রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার ঘটনা ঘটে। আকলিমার ম’রদেহ উ’দ্ধার করা হয়েছে। তার গলায় রক্ত জমাট দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

ম’য়নাতদন্তের জন্য মরদেহ ম’র্গে পাঠানো হয়েছে। আকলিমার স্বামী পারভেজকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে বলে তিনি জানান।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ