সোমবার, ২৯ মে ২০২৩, ১০:৩০ অপরাহ্ন

স্বামীকে তালাক দিয়ে বিয়ের দাবিতে গৃহবধূর অনশন, আত্মগোপনে প্রেমিক

প্রতিনিধির নাম / ১৯০ বার
আপডেট : শনিবার, ২ জুলাই, ২০২২

ছবি সংগ্রহীত
স্বামীকে তালাক দিয়ে বিয়ের দাবিতে গৃহবধূর অনশন, আত্মগোপনে প্রেমিক
নাটোরের স্বামীকে তালাক দিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন গৃহবধূ (২১)। শুক্রবার (১ জুলাই) দুপুর থেকে সদর উপজেলার দিঘাপতিয়া মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অবস্থান নেয়া গৃহবধূর বাড়ি শহরের ঝাউতলা এলাকায়।

গৃহবধূ জানান, আপন ফুফাত ভাইয়ের সঙ্গে কুষ্টিয়ায় তার বিয়ে হয়েছিল। তিন বছর ধরে আল আমিনের (২১) সঙ্গে সম্পর্ক তার। প্রেমিকের পরামর্শেই তিনি তার স্বামীকে তালাক দিয়েছেন। এখন আল আমিন তাকে বিয়ে না করে গড়িমসি করছে। তার সঙ্গে অনেক বার শারীরিক সম্পর্ক করেছেন প্রেমিক।

শুধু তাই নয়, ভিডিও কলে তিনি নিয়মিত নগ্ন শরীর প্রদর্শন করেছেন। এসব ভিডিও তাদের দুজনের কাছেই রয়েছে। আল আমিন তাকে বিয়ে না করলে তার কোনো উপায় নেই। তাকে অবশ্যই বিয়ে করতে হবে। নইলে তিনি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করবেন।

স্থানীয় একটি কোম্পানিতে চাকরিরত আত্মগোপনে থাকা আল আমিন এই প্রতিবেদককে জানান, গৃহবধূ তার আগের বিয়ের বিষয়টি তাদের সম্পর্কের শুরুতে গোপন রাখায় তিনি তাকে বিয়ে করতে রাজি না।

আল আমিনের বাবা বলেন, ছেলে রাজি না থাকায় তিনিও এই বিয়েতে রাজি না। এদিকে শুক্রবার (১ জুলাই) বিকেলে খবর পেয়ে প্রেমিকার বাবাসহ অন্যান্য অভিভাবকরা মেয়েকে ফিরিয়ে নিতে আসেন। কিন্তু প্রেমিকা ফিরে যেতে অস্বীকার করেন এবং প্রেমিকের বাড়িতেই অবস্থান করছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম বিদ্যুৎ বলেন, বিষয়টি তিনি শুনেছেন, উভয় পরিবার সমঝোতায় যেকোনো সিদ্ধান্ত নিলে তাদের কারো কোনো আপত্তি নেই। সিদ্ধান্তে না পৌঁছালে তিনি থানা পুলিশের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।

নাটোর থানার ওসি নাছিম আহমেদ বলেছেন, বিষয়টি তিনি বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ