বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০১:৪৮ অপরাহ্ন

স্বামীকে ইয়া.বা দিয়ে ফাঁ সাতে গিয়ে নিজেই পড়লেন ধরা

প্রতিনিধির নাম / ১১৮ বার
আপডেট : শুক্রবার, ১ জুলাই, ২০২২

স্বামীর কাছ থেকে ফ্ল্যাট না পেয়ে তাঁকে ই.য়াবা দিয়ে ফাঁ.সানোর চেষ্টার অভি.যোগে তাসলিমা আক্তার (৩৫) নামের এক নারীকে গ্রে প্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার বোয়ালখালীর খিদিরপুর এলাকার একটি বাসায় অভি যান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব খবর পেয়ে খিদিরপুরের ওই বাসায় অভিযান চালায়। সেখান থেকে ৪৯০টি ই.য়াবাসহ তাসলিমাকে গ্রেপ্তার করে।

র‌্যাব কর্মকর্তা নুরুল আবছার আরও বলেন, পরে জিজ্ঞাসাবাদে তাসলিমা র‌্যাবকে বলেন, স্বামীকে ফাঁসানোর জন্য এগুলো বাসায় এনে রেখেছেন। র‌্যাব বলেছে, তাসলিমা তাঁর স্বামীর দ্বিতীয় স্ত্রী। স্বামীর প্রথম বিয়ে সম্পর্কে সবকিছু জেনেশুনে বিয়ে করেছিলেন তিনি।

কিন্তু বিয়ের পর থেকে স্বামী তাঁকে কম টাকাপয়সা দিতেন। কিছুদিন আগে তাসলিমার স্বামী তাঁর চট্টগ্রাম শহরে থাকা ফ্ল্যাটটি প্রথম স্ত্রীকে দিয়ে দেন। এতে ক্ষিপ্ত হন তাসলিমা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ