শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:২১ পূর্বাহ্ন

স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর হাতে এক যুবক খুন

রাজু ডিয়ান / ১০৬ বার
আপডেট : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
স্ত্রীকে_বিয়ে_করায়_বন্ধুর_হাতে_এক_যুবক_খুন
স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর হাতে এক যুবক খুন

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী জার্নাল || স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর হাতে এক যুবক খুন

বাগেরহাটের মোংলায় বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে মো. শাহীন (৩৫) নামের এক যুবক খুন হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে মোংলা পোর্ট পৌরসভার ৮নং ওয়ার্ডের ছাড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহীন মোংলা বন্দরে জাহাজের শ্রমিক হিসাবে কাজ করতেন। সে ছাড়াবাড়ি এলাকার মো. একরামুল হকের ছেলে।
নিহত শাহিনের বড় বোন খাদিজা বেগম বলেন, আমার ভাই দেড় বছর আগে মারুফের তালাকপ্রাপ্ত স্ত্রী নাদিরাকে বিয়ে করে। এরপর থেকেই বিভিন্ন সময় আমার ভাইকে হুমকি-ধামকি দিয়ে আসছিল মারুফ। সেই বিরোধের জের ধরে মারুফ আমার ভাইকে খুন করেছে। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই।
মোংলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল জানান, মারুফ (৩৫) একজন কাঠমিস্ত্রী, শাহীনের সাথে এক সময় তার বন্ধুত্ব ছিল। মারুফের তালাকপ্রাপ্ত স্ত্রী নাদিরাকে শাহীন বিয়ে করায় তাদের মধ্যে শত্রুতা শুরু হয়। এই ঘটনার জের ধরেই এই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। হত্যাকরী মারুফ খুলনা জেলার কয়রা উপজেলার মো. আব্দুর রশিদের ছেলে। সে মোংলা পৌর শহরের ৮নং ওয়ার্ডের ছাড়াবাড়ি এলাকায় ভাড়া থাকেন। মারুফকে ধরতে অভিযানে নেমেছে মোংলা থানা পুলিশ।
মোংলা উপজেলা হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার সিরাজুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই শাহীনের মৃত্যু হয়েছে। পেটে বড় ধরনের ইনজুরি হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই মারা গেছেন শাহীন।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। রাজু ডিয়ান/ নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ