স্পোর্টস ডেস্ক ।। স্টোকসের হার দিয়েই ওয়ানডে ক্যারিয়ার শেষ হলো
স্টোকসকে ক্যারিয়ারের শেষ ওয়ানডে ম্যাচে পরাজয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হলো বেন । দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকালের ম্যাচে অসাধারণ এক সেঞ্চুরিতে সব আলো কেড়ে নিলেন রাসি ফন ডার ডাসেন। প্রথম ম্যাচে জয় তুলে সিরিজে এগিয়ে গেল সফরকারী প্রোটিয়ারা।
নিজের হোমগ্রাউন্ড চেস্টার-লি-স্ট্রিটে মঙ্গলবার স্টোকসকে তার বিদায়ী ম্যাচে দলের হয়ে বড় রান তাড়া করায় তেমন কোনো ভূমিকা রাখতে পারলেন না সতীর্থরা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে তাই প্রোটিয়ারাও জয় পেয়েছে ৬২ রানের।
ডারহামে টসে জিতে ব্যাটিংয়ে যায় সফরকারী দক্ষিণ আফ্রিকা। ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩৩ রানের বড় সংগ্রহ পায় কেশব মহারাজের দল, যা ইংল্যান্ডের মাটিতে প্রোটিয়াদের সর্বোচ্চ। ব্যাট হাতে ইয়ানেমান মালান আর এইডেন মার্করামের অর্ধ শতকের ইংনিস দুটি ডাসেনের সেঞ্চুরির পথকে নির্ভার করে।
গতকাল ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় শতক পান ফন ডাসেন। এখন পর্যন্ত এক ম্যাচে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন তিনি গত খেলায়। ১১৭ বলে ১০ চারে ১৩৪ রান করেন এ ডানহাতি টপ অর্ডার। তাকে ৬১ বলে ৭৭ রানের ঝড়ো ইনিংস খেলে দারুণ সঙ্গ দেন বল হাতে ২ উইকেট নেওয়া মার্করাম। ৭৭ বলে ৫৭ রান আসে ওপেনার মালানের ব্যাট থেকে।
বড় রান তাড়া করতে গিয়ে শুরুতেই শতরানের জুটি পায় স্বাগতিকেরা। কিন্তু পরে আবার খেই হারিয়ে বসে দল। জনি বেয়ারস্টোর অর্ধ শতকের পর জো রুটের ৭৭ বলে ৮৬ রানের দুর্দান্ত ইনিংসও দলের পরাজয় এড়াতে পারেনি। ১৯ বল বাকি থাকতেই ২৭১ রানে গুটিয়ে যায় ইংলিশদের ইনিংস।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে ভালো করার আশা দেখালেও ২২ বলে ১৯ রান করে স্যাম কারানের বলে বোল্ড হন কুইন্টন ডি কক।ক্যারিয়ারের শেষ ম্যাচে দিন ব্যাট-বল কোনোটিতেই সুবিধা করতে পারেননি ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপ জয়ের নায়ক স্টোকস। বল হাতে উইকেটশূন্য থাকার পর তার ব্যাট থেকে আসে মাত্র ৫ রান।
দলীয় ৩৫ রানের মাথায় ডি কক ফিরে গেলে ব্যাট হাতে নামেন ফন ডাসেন। দ্বিতীয় উইকেটে মালানের সঙ্গে ১০৯ রানের জুটি গড়ে দলকে বড় লক্ষ্যের দিকে এগিয়ে নেন। ৭৭ বলে ৫ চারের সাহায্যে ৫৭ রান করে ফিরে যান মালান। ২৬তম ওভারে মঈন আলীর বলে ক্যাচ দিয়ে আউট হন এ ওপেনার।
পরে মার্করামের সঙ্গে তৃতীয় উইকেটে আরেকটি শতরানের জুটিতে নাম লেখান ফন ডাসেন। ৯০ বলের মাথায় সেঞ্চুরি পানতিনি।লিভিংস্টোনের করা ৪৬তম ওভারেই দুই সেট ব্যাটার আউট হন। মার্করাম ক্যাচ আউট হলে ভাঙে ১২২ বলে ১৫১ রানের জুটি। আর দারুণ ইনিংস খেলা ফন ডাসেন ফেরেন বোল্ড আউট হয়ে।শেষ দিকে ডেভিড মিলারের ১৪ বলে অপরাজিত ২৪ রানের সুবাদে ৩৩৩ রানের পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা।
বড় রান তাড়া করে জিততে পটু ইংল্যান্ড দলের হয়ে গতকালও শুরুটা দারুণ করেন জেসন রয় ও জনি বেয়ারস্টো। ১০২ রানের জুটিতে আঘাত হানেন মহারাজ। এ স্পিনারের বলে ক্যাচ আউট হওয়ার আগে ৬২ বলে ৪৩ রান করেন রয় ।
একবার জীবন ফিরে পাওয়া বেয়ারস্টোকে ফিফটির পর বেশিদূর যেতে দেননি মার্করাম। এলবিডব্লিউ হওয়ার আগে খেলেন ৭১ বলে ৬৩ রানের ইনিংস।ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে মাত্র ৫ রান করেই ফিরে যান স্টোকস। মার্করামের দ্বিতীয় শিকার হন তিনি।
জস বাটলারকে মাত্র ১২ রানে ফিরতি ক্যাচে প্যাভিলিয়নের পথ দেখান স্পিনার তাবরাইজ শামসি। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি লিভিংস্টোন (১০) আর মঈনও (৩)।
দলীয় ১৯৯ রানের মাথায় আউট হন মঈন। তবে এক প্রান্তে থেকে দলকে এগিয়ে নিয়ে যান রুট। স্যাম কারানকে নিয়ে ৭ম উইকেটে ৪১ বলে ৫৩ রানের দ্রুতগতির জুটি গড়েন তিনি।
তবে ৫ চার আর ২ ছক্কার সাহায্যে ৮৬ রানের ইনিংসটি দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। আনরিক নরকিয়ার বলে রুট আউট হলে ম্যাচ নিজেদের করে নেয় সফরকারীরা।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল