আন্তর্জাতিক ডেস্ক।। সৌদি সরকারের অ’নুমোদনবিহীন হজযাত্রীদের ওপর জ’রিমানা ধা’র্য
যেসব হজযাত্রীদের হজ করার বৈধ সরকারি অনুমোদন নেই, তাদের ওপর জরিমানা ধার্য করেছে সৌদি সরকার। নতুন আদেশ অনুযায়ী, যেসব হজযাত্রীর হজ পালনের সরকারি অনুমোদন নেই, তাদেরকে ২৪ লাখ ৪৮ হাজার ৯১১ (১০ হাজার রিয়াল) জরিমানা দিতে হবে।
সৌদি সরকারের জননিরাপত্তা বিভাগের মুখপাত্র সামি আল শুয়াইরেখ সাংবাদিকদের জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা মক্কায় হাজিদের আবাস ও বিভিন্ন সড়কে ইতোমধ্যে টহল ও তল্লাশি শুরু করেছেন।
এছাড়া অর্থের বিনিময়ে হজ বিষয়ক বিভিন্ন পরিষেবা প্রদানের প্রতারণামূলক বিজ্ঞাপন দেওয়ায় বুধবার ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে উল্লেখ করেছেন শুয়াইরেখ।
‘সামাজিক যোগাযোগমাধ্যমে কোরবানিসহ হজ সংক্রান্ত বিভিন্ন পরিষেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে হাজিদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়াই এই গ্রেপ্তারদের উদ্দেশ্য ছিল,’ বলেন শুয়াইরেখ।
হজ ইসলাম ধর্মের পঞ্চম স্থম্ভ। এই ধর্মের বিধান অনুযায়ী, প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ (অবশ্য পালনীয় কর্তব্য)।
করোনা মহামারির কারণে ২০২০ সালে বিদেশিদের জন্য সীমান্ত বন্ধের পাশাপাশি হজেও নিষেধজ্ঞা দেয় সৌদি সরকার। ২০২১ সালে কেবল সৌদি আরবের হাজিদের হজের অনুমতি দেওয়া হয়।
মহামারির দুই বছর পর, ২০২২ সালে বিদেশি হজযাত্রীদের জন্য ফের সীমান্ত খুলে দেয় সৌদি সরকার। সরকারি আদেশ অনুযায়ী চলতি বছর ১০ লাখ বিদেশি হজযাত্রীকে হজ পালনে সৌদিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
এই সংখ্যা অবশ্য মহামারিপূর্ব সময়ের তুলনায় অর্ধেক। ২০১৯ সালে, অর্থাৎ করোনা মহামারির ঠিক আগের বছরে দেশটিতে হজের জন্য প্রবেশ করেছিলেন ২০ লাখেরও বেশি বিদেশি হজযাত্রী।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল