ছবি সংগ্রহীত
পবিত্র হজ শেষ করে সৌদি আরব ত্যাগ করা হাজীদের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে কোরআনের মোট ১০ লাখ কপি হাজীদের মাঝে উপহার দেওয়া হচ্ছে।
গত সোমবার (১১ জুলাই) এ কুরআন শরিফ বিতরণের কার্যক্রম শুরু হয়।
বিভিন্ন আকারের পবিত্র কোরআনের এক মিলিয়ন কপি বাংলা ভাষাসহ ৭৬ ভাষায় অনুবাদের কোরআন বিতরণ করা হচ্ছে, যা স্থল,
সমুদ্র এবং বিমান বন্দরের মাধ্যমে সৌদি আরব ছেড়ে যাওয়া হাজীদের মধ্যে বিতরণ করার কাজ চালু করা হয়েছে ।
মদিনার বিখ্যাত কিং ফাহাদ কুরআন প্রিটিং কমপ্লেক্স থেকে এ কুরআন ছাপানো হয়।বিভিন্ন সরকারি সেক্টরের হজকর্মীরাও এই কপি পাবেন।
বিমানবন্দর কর্তৃপক্ষের মতে প্রতিদিন ১ লক্ষ ২৭ হাজার জনেরও বেশি হজযাত্রীর বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে।
সূত্র সময়ের কন্ঠস্বর