শনিবার, ০৩ জুন ২০২৩, ০৩:৪২ অপরাহ্ন

সৌদি আরবে হজ পালনে মুশফিকুর

আন্তর্জাতিক ডেস্ক / ১১১ বার
আপডেট : রবিবার, ৩ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক।। সৌদি আরবে হজ পালনে মুশফিকুর

হজ পালনে সৌদি আরবে পৌঁছেছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। শনিবার রাতে ফেসবুকে ছবি পোষ্ট করে মুশফিক সবার থেকে দোয়া চেয়েছেন।

কাবা শরিফের সামনে ইহরাম বাধা অবস্থায় তাকে দেখা গেছে। এর আগে মুশফিক ওমরাহ করেছিলেন। এবারই প্রথম হজ পালন করবেন তিনি।

দারুণ ফর্মে থাকা এ ব্যাটসম্যান এবার হজ পালন করার কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি। সাদা পোশাকে তার অভাব অনুভব করেছে গোটা দল। ইনিংসের মধ্যভাগে বাংলাদেশের ব্যাটিংয়ের স্তম্ভ তিনি। তার জায়গায় দুই ম্যাচের টেস্ট সিরিজে যারাই খেলেছেন পারফর্ম করতে পারেননি।

পহেলা জুলাই সৌদি আরবের উদ্দেশ‌্যে ঢাকা ছাড়েন মুশফিক। এর আগে দেশে নিজের ব্যক্তিগত কাজ, ফিটনেস ট্রেনিং ও স্কিলের অনুশীলন নিয়ে ব‌্যস্ত ছিলেন। বিজ্ঞাপন শ্যুটিংয়েও ব্যস্ত সময় কেটেছে তার।

গত ২৫ জুন মেটলাইফ ইনসুরেন্স কোম্পানির একটি বিজ্ঞাপনের শ্যুটিং করেছেন। শ্যুটিং হয়েছিল ঢাকার স্টুডিও নাইন এন হাফ এ।

২৭ জুলাই রাজধানীর এফডিসিতে নগদ ইসলামিকের শ্যুটিং করছেন। দুটি বিজ্ঞাপনই ঈদের আগে টিভিতে সম্প্রচার হবে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ