আন্তর্জাতিক ডেস্ক।। সৌদি আরবে বাংলাদেশি আরও এক হজযাত্রীর প্রানহানি
সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ নিয়ে চলতি মৌসুমে মোট ২০ বাংলাদেশির মৃত্যু হলো।
আজ শনিবার (১৬ জুলাই) রাত ২টায় প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। সর্বশেষ যিনি মারা গেছেন তার নাম ফারজিন সুলতানা (৪০)। তিনি মারা গেছেন গত ১৪ জুলাই, মক্কায়। তিনি ঢাকা জেলার বাসিন্দা ছিলেন। তার পাসপোর্ট নম্বর BW0389830।
এখন পর্যন্ত মারা যাওয়া ২০ জন হজযাত্রীর মধ্যে পুরুষ ১৪ জন, নারী ৬ জন। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৬ জন, মদিনায় ৩ জন ও জেদ্দায় ১ জন।
এদিকে গত ১৪ জুলাই প্রথম ফিরতি হজ ফ্লাইট দেশে পৌঁছে। ওইদিন ৪১৬ জন হাজিকে নিয়ে রাত ১০টা ৩০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট জেদ্দা থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বুলেটিনের দেওয়া সবশেষ তথ্যানুযায়ী ৪ হাজার ৩৩২ জন হাজি এখন পর্যন্ত দেশে ফিরেছেন। সর্বমোট ১২টি ফিরতি ফ্লাইটে তারা দেশে ফেরেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৫টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৬টি, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১টি।
এবার বাংলাদেশ থেকে প্রথম দফায় ৫৭ হাজার ৫৮৫ জনকে হজে যাওয়ার সুযোগ দেয় সৌদি সরকার। জুলাইয়ে দ্বিতীয় দফায় অতিরিক্ত ২ হাজার ৪১৫ জনকে পাঠানোর কোটা মঞ্জুর করে তারা। হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধি দলসহ এবার ১৬৫টি ফ্লাইটে হজে যান মোট ৬০ হাজার ১৪৬ জন।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ হজযাত্রী পরিবহন করেছে, সাউদিয়া পরিবহন করেছে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল