বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৬ পূর্বাহ্ন

সৌদির রাষ্ট্রীয় অতিথি হয়ে হজ পালন করতে গেলেন শোয়েব আখতার

প্রতিনিধির নাম / ১১৩ বার
আপডেট : রবিবার, ৩ জুলাই, ২০২২

ছবি সংগ্রহীত
পাকিস্তানের বিখ্যাত পেসার শোয়েব আখতার এ বছর হজ পালন করতে যাচ্ছেন। সৌদি আরবের রাষ্ট্রীয় অতিথি হয়ে আজ হজ পালন করতে দেশটিতে পা রেখেছেন তিনি। নিজের হজ করতে যাওয়ার খবরটা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন শোয়েব।

নিজের ইহরাম পরা ছবি দিয়ে আজ টুইট করেছেন তিনি, পুরো প্রক্রিয়ায় সাহায্য করার জন্য ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানে সৌদি আরবের দূতাবাস আর তার দেশের সৌদি রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাঈদ আল মালকিকে। মক্কায় মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের অংশগ্রহণে হজ সম্মেলনে ভাষণও দেবেন তিনি।

টুইটে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, সৌদি আরবের রাষ্ট্রীয় অতিথি হিসেবে হজে যাচ্ছি। মক্কায় মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের অংশগ্রহণে হজ সম্মেলনে ভাষণও দেব আমি। পাকিস্তানের সৌদি দূতাবাস ও পাকিস্তানে সৌদি আরবের সম্মানিত রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাঈদ আল মালকিকে ধন্যবাদ।’

এরপর আরও একটি পোস্টে তিনি জানিয়েছেন, পাকিস্তানের চলমান সংকট নিরসনে প্রার্থনা করবেন তিনি। সেই পোস্টে তার ম্যানেজার তাহা সাদাকাতকে ট্যাগ করে শোয়েব লিখেছেন, ‘

তাহা সাদাকাতকে নিয়ে এই পবিত্র যাত্রাটা শুরু করছি। ইন শা আল্লাহ, আমার প্রিয় দেশ পাকিস্তানের জন্য অনেক প্রার্থনা করব, যে দেশটি এখন সত্যিই খুব কঠিন সময় পার করছে।’

সেই টুইটে তিনি আবারও সৌদি সরকারকে ধন্যবাদ জানান, ‘আরও একবার সৌদি আরবের সরকারকে বিশেষ ধন্যবাদ, যারা আমাদের এই যাত্রার আমন্ত্রণ জানিয়েছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ