শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৬:৩৮ অপরাহ্ন

সৌদিতে আরও ১ বাংলাদেশি হ’জযাত্রীর ই’ন্তেকাল

প্রতিনিধির নাম / ৮৯ বার
আপডেট : শুক্রবার, ১ জুলাই, ২০২২

সৌদিতে আরও ১ বাংলাদেশি হ’জযাত্রীর ই’ন্তেকাল

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ইন্তেকাল করেছেন বাংলাদেশি আরও এক হজযাত্রী। বৃহস্পতিবার (৩০ জুন) ঢাকার মোসা: ফাতেমা বেগম (৫৯) পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তার পাসপোর্ট নম্বরঃ EE0382843।

গতকাল বৃহস্পতিবার (৩০ জুন) দিবাগত রাত ২টায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে সৌদি আরবে গিয়ে মা’রা গেছেন ৮ জন হজযাত্রী। যার মধ্যে পুরুষ ৫ জন এবং নারী ২ জন। এই ৮ জনের ৬ জন মক্কায় এবং ২ জন মদিনায় মৃ’ত্যু হয়েছে।

এর আগে গত ২৮ জুন পবিত্র মক্কা আল-মুকাররমায় টাঙ্গাইলের মো. আব্দুল গফুর মিয়া (৬১) মা’রা গেছেন। তার পাসপোর্ট নম্বরঃ BY0062202.

চলতি বছর গত ২৬ দিনে (৩০ জুন দিবাগত রাত ২টা পর্যন্ত) ৪৮ হাজার ১৭১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৪৪ হাজার ৭৮৬ জন।

মোট ১৩৩টি ফ্লাইটে সৌদি গেছেন হজযাত্রীরা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৭৫টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৫০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৮টি।

ইতোমধ্যে সৌদি আরবে চাঁদ দেখা গেছে। আগামী মাসের (জুলাই) ৮ তারিখে হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার জন (রাষ্ট্রীয় খরচ ও গাইডসহ), অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৩ হাজার ৫৮৫ জন।

হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ