শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৩ অপরাহ্ন

সৌদিতে আরও এক বাংলাদেশি নারী হ’জযাত্রীর ই’ন্তেকাল

আন্তর্জাতিক ডেস্ক / ১০৮ বার
আপডেট : শুক্রবার, ৮ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক।। সৌদিতে আরও এক বাংলাদেশি নারী হ’জযাত্রীর ই’ন্তেকাল

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও এক বাংলাদেশি নারী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। এ নিয়ে চলতি বছর হজ পালন করতে গিয়ে চারজন নারীসহ ১৫ বাংলাদেশি ইন্তেকাল হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টাল সূত্রে এসব তথ্য জানা গেছে।পোর্টালে উল্লেখ করা হয়েছে, গতকাল বৃহস্পতিবার (৭ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া জেলার শিরিনা আক্তার (৫৯) পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেছেন। তাঁর পাসপোর্ট নম্বর: EF0852839।

এনিয়ে সৌদি আরবে সর্বমোট ইন্তেকাল করেছেন ১৫ জন হজযাত্রী/হাজী। যার মধ্যে পুরুষ-১০, মহিলা-৫। মক্কায় ১২ জন, মদিনা-২ জন, ও জেদ্দায় ১ জন।

বাংলাদেশ থেকে গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়ে শেষ হয় ৩ জুলাই। চাঁদ দেখা সাপেক্ষে ৮ জুলাই (৯ জিলহজ অনুযায়ী) পবিত্র হজ পালিত হবে।

এবারের হজ মৌসুমে সৌদি আরবে হজ করতে গিয়েছেন ৬০ হাজার ১৩৯ জন। এ পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়েছে ১৪৭টি ফ্লাইট।

এর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৮৭টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ৬৩টি এবং ফ্লাইনাসএয়ারলাইনস পরিচালিত ১৪টি ফ্লাইট।হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ