বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৪ অপরাহ্ন

সোনারগাঁয়ে নৌকার নির্বাচনী ক্যাম্পে অ’গ্নি’সংযোগ

প্রতিনিধির নাম / ১৩০ বার
আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২

ছবি সংগ্রহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহ মোঃ সোহাগ রনির অস্থায়ী ক্যাম্পে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সোমবার (৬ জুন) রাতে মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৬নং ওয়ার্ডের কালিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা ওই অস্থায়ী ক্যাম্পে থাকা চেয়ার টেবিল ভাঙচুর, পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছিড়ে ফেলেছে ও ক্যাম্পে থাকা নৌকা প্রতীকে অগ্নিসংযোগ করে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ কর্মী ও প্রার্থীরা সমর্থকরা জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

জানা যায়, আগামী ১৫ জুন ৮ম ধাপে সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে ওই ইউনিয়নের রাস্তাঘাট, অফিস আদালত,

পাড়া-মহল্লা ও হাট-বাজারে চলছে বিভিন্ন চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীদের ব্যাপক প্রচার। বিভিন্ন চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীর পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পাড়া মহল্লা। অনেক প্রার্থী তৈরি করেছেন অস্থায়ী নির্বাচনি ক্যাম্প।

অভিযোগ উঠেছে, গত সোমবার গভীর রাতে মোগরাপাড়া কালীগঞ্জ এলাকায় দুর্বৃত্তরা সম্পূর্ণ পরিকল্পিতভাবে নৌকা প্রতীকের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সোহাগ রনির অস্থায়ী নির্বাচনি ক্যাম্পে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। ক্যাম্পের আশপাশে কোনো বাড়িঘর না থাকায় দুর্বৃত্তরা সহজেই নাশকতা চালিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

নৌকা প্রতীকের প্রার্থী শাহ মো. সোহাগ রনি ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীনতাবিরোধী কুচক্রী মহল নৌকার জনসমর্থন দেখে ক্ষোভে ও হিংসায় নৌকা প্রতীকের অস্থায়ী ক্যাম্পে পরিকল্পিতভাবে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। তিনি এ ব্যাপারে স্থানীয় প্রসাসনের সহযোগিতা কামনা ও তদন্তপূর্বক বিচার দাবি করেন।

এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান,

নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সূত্র সময় টিভি

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ