জ্যেষ্ঠ প্রতিবেদক’।। সুপ্রিম কোর্টে নতুন ৩ ফৌজদারি বেঞ্চ
প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন তিনটি ফৌজদারি মোশন বেঞ্চ গঠন করা হয়েছে।
আজ সোমবার (২৭ জুন) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।আগামীকাল মঙ্গলবার (২৮ জুন) থেকে বৃহস্পতিবার (৩০ জুন) এই তিনটি বেঞ্চে ফৌজদারি সংক্রান্ত মামলার শুনানি করা হবে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার সাইফুর রহমান ফৌজদারি বেঞ্চ গঠনের সত্যতা নিশ্চিত করেছেন।
সেই সঙ্গে তিনি জানান, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দীকী এই নির্দেশ দিয়েছেন।উল্লেখ্য, আগামী ১ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত অবকাশকালীন ছুটিতে যাচ্ছে সুপ্রিম কোর্ট।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল