রবিবার, ০৪ জুন ২০২৩, ১২:৩৩ অপরাহ্ন

সুখবরঃ রমজানের ছুটির তারিখ প্রকাশ!

রাব্বি মল্লিক / ২৯৭ বার
আপডেট : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

করোনাভাইরাসের সংক্রমণের হার কমায় প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলবে আগামী বুধবার (২ মার্চ)। তবে প্রাক-প্রাথমিকের (প্লে, নার্সারি, কেজি) সশরীরে ক্লাস শুরু হবে এরও দুই সপ্তাহ পর।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকের (১ম-৫ম) ক্লাস চলবে ২০ রমজান পর্যন্ত। ২১ রমজান থেকে শুরু হবে ঈদুল ফিতরের ছুটি। ঈদের ছুটি শেষে আবার যথারীতি ক্লাস শুরু হবে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২০ রমজান পর্যন্ত প্রাথমিকের ক্লাস চলবে। এরপর ২১ রমজান থেকে ঈদের ছুটি শুরু হবে। ঈদের পর আবার আগের নিয়মে ক্লাস শুরু হবে।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ২ মার্চ থেকে প্রাথমিকে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম শুরু হলেও মাস্ক পরা বাধ্যতামূলক। বিষয়টি নিশ্চিত করবেন শিক্ষক ও অভিভাবকরা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ