নিজস্ব প্রতিবেদক, নরসিংদী জার্নাল || সীতাকুণ্ডে সাগরিকা শিপইয়ার্ডে শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় সাগরিকা শিপইয়ার্ডে কাজ করার সময় মাথায় আঘাত পেয়ে মো. বুলবুল ইসলাম (৩৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুন) দুপুর দেড়টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. হারুন নামে একজন আহত হয়েছেন। মারা যাওয়া বুলবুল নওগাঁ জেলার মান্দা থানার নলতৌড় গ্রামের মো. মমতাজের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দীন তালুকদার ঢাকা পোস্টকে বলেন, আজ দুপুরে সাগরিকা শিপইয়ার্ডে কাজ করার সময় মাথায় লোহার প্লেটের আঘাত লাগে বুলবুলের।
এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা গেছেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। এম এইচ আশেকী/নরসিংদী জার্নাল