সিলেট প্রতিনিধি।। সিলেট সী’মান্তে ২৪ ভা’রতীয় গরু আ’টক
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি সীমান্তে ২৪টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। আটককৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ টাকা।
আজ শুক্রবার (১ জুলাই) বিজিবির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার (৩০ জুন) ভোরে গরুগুলো আটক করা হয়।
বিজিবির বিছানাকান্দি সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার হারুন অর রশিদ বলেন, ‘বিছনাকান্দি সীমান্তের ১২৬২ নং পিলারের ৪০০ গজ ভিতরে বাংলাদেশের সীমানা এলাকা থেকে একটি নৌকাসহ গরুগুলো আটক করা হয়।
গরুগুলো সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে।’বিজিবি ৪৮ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম বলেন, ‘বিছনাকান্দি সীমান্ত এলাকা থেকে ২৭ লাখ টাকা মূল্যের ভারতীয় গরু আটক করা হয়েছে। গরুগুলোর ব্যাপারে আইনি প্রক্রিয়া শেষে ব্যবস্থা নেওয়া হবে।’
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল