বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:৩৩ পূর্বাহ্ন

সিলিং ফ্যান মাথায় পড়ে শিক্ষকের মৃ”ত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি, নরসিংদী জার্নাল / ১১১ বার
আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
সিলিং_ফ্যান_মাথায়_পড়ে_শিক্ষকের_মৃ''ত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি, নরসিংদী জার্নাল || সিলিং ফ্যান মাথায় পড়ে শিক্ষকের মৃ”ত্যু।

সিরাজগঞ্জের সলঙ্গায় সামিনুল ইসলাম (৫০) নামে এক স্কুল শিক্ষকের মাথায় সিলিং ফ্যান খুলে পড়েছে। এতে ওই শিক্ষক ঘটনাস্থলেই মা”রা যান।

মঙ্গলবার (২৬ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে।

নি”হত শিক্ষক সামিনুল ইসলাম সলঙ্গা থানার নলকা ইউনিয়নের চক দাদরপাড়া গ্রামের মৃ”ত আজিজুল হকের ছেলে। তিনি ইডিএন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

নি”হতের চাচাতো ভাই মাসুদ রানা জানান, নিজ ঘরে ফজরের নামাজ পড়ছিলেন সামিনুল ইসলাম। এসময় সিলিং ফ্যানটি খুলে তার মা’থার ওপর পড়ে। পরিবারের লোকজন হাসপাতালে নেওয়ার আগেই সানিমুল ইসলাম মা,রা যান।

ইডিএন উচ্চ বদ্যিালয়রে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, মাথায় ফ্যা’ন প’ড়ে শিক্ষক সামিনুল ইসলামের মৃ”ত্যু হয়েছে। বাদ যোহর জানাজা শেষে পারিবারিক ক’বর’স্থানে তাকে দা”ফন করা হবে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ঘটনাটি শুনেছি।’

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। হিমেল/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ