সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৫:১০ পূর্বাহ্ন

“সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় বাংলাদেশের আজিজ খান”

রিপু / ১১৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী খবর ||

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। এই তালিকায় আবারও জায়গা করে নিলেন বাংলাদেশের সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। দেশটির শীর্ষ ধনীদের তালিকায় এবার ৪২তম অবস্থানে রয়েছেন তিনি। গতকাল বুধবার এ তালিকা প্রকাশ করে ফোর্বস।

ফোর্বসের তথ্য অনুযায়ী, আজিজ খানের মোট সম্পদের পরিমাণ ১০০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা। ২০২১ সালে আজিজ খানের সম্পদের পরিমাণ ছিল ৯৯ কোটি মার্কিন ডলার।

সামিট গ্রুপের বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিকস, অবকাঠামো খাতের ব্যবসা আছে। গ্রুপের চেয়ারম্যান আজিজ খান এক যুগেরও বেশি সময় ধরে স্থায়ীভাবে সিঙ্গাপুরে বসবাস করছেন। সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় আজিজ খান নাম প্রথম স্থান পান ২০১৮ সালে। সে বছর তালিকায় তার অবস্থান ছিল ৩৪ নম্বরে।
আজিজ খানের তিন সন্তান। সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের দায়িত্বে রয়েছেন তার মেয়ে আয়েশা আজিজ খান। এ কোম্পানির অধীনেই বাংলাদেশে গ্রুপটির বিদ্যুৎখাতের ব্যবসা পরিচালিত হয়।

২০১৯ সালে জাপানি প্রতিষ্ঠান জেরার কাছে সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের ২২ শতাংশ শেয়ার ৩৩ কোটি মার্কিন ডলারে বিক্রি করা হয়। ফলে সে বছর আজিজ খানের সম্পদের পরিমাণ কমে ৮৫ কোটি ডলারে দাঁড়ায়। তবে পরবর্তী সময়ে তার সম্পদের পরিমাণ আবারও বাড়তে শুরু করে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ   রিপু /নরসিংদী খবর

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ