নিজস্ব প্রতিবেদক, নরসিংদী খবর ||
টলিউডের চর্চিত নায়িকা নুসরাত জাহান। প্রায় সময় সংবাদের শিরোনাম হতে দেখা যায় তাকে। এবার শোনা যাচ্ছে ‘বিগ বস্’ হাউসে প্রতিযোগী হিসেবে যোগ দিতে চলেছেন এই অভিনেত্রী।
আপাতত কথাবার্তা চলছে পারিশ্রমিক নিয়ে। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি নুসরাত।
তবে টলিপাড়ায় পুরো গুঞ্জন, বিগ বসে এন্ট্রি নেওয়ার জন্য নুসরাত একেবারে তৈরি। সালমান খানের উপস্থাপনায় বিগ বস যেন বিতর্কের আখড়া।
‘বিগ বস’-এ এন্ট্রি পাওয়ার মূল যোগ্যতাই হলো- আপনাকে বিতর্কিত হতে হবে। এদিকে গেল কয়েক বছর ধরে ক্যারিয়ার, রাজনীতি, ব্যক্তিজীবন সবকিছু নিয়েই বিতর্ক পিছু ছাড়ছে না নুসরাতের। প্রেম, ব্রেকআপ, বিয়ে, ডিভোর্স, ফের প্রেম, অন্তঃসত্ত্বা, সব ক্ষেত্রেই তুমুল বিতর্ক রয়েছে তাকে ঘিরে। ফলে অভিনেত্রী যে বিগ বসের নজরে পড়বেন, সেটাই তো স্বাভাবিক।
বিগ বসের নতুন সিজন সেজে উঠবে অ্যাকোয়া স্টাইলে। দিশা পারমার, মোহিত শেহগল, ভিভিয়ান ডি সেনা, কনিকা মান, শায়শা শিন্ডে, অঞ্জলি অরোরার মতো তারকাদের দেখা যাবে এই সিজনে।
ইতোমধ্যেই এই তারকাদের সঙ্গে বিগ বস নির্মাতারা নাকি কথাও বলে নিয়েছেন। শোনা যাচ্ছে এবারের সিজনের জন্য রেকর্ড পরিমাণ পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান।
অন্যদিকে এই মুহূর্তে যশ দাশগুপ্তও পা বাড়িয়েছেন বলিউডে। দিব্যা খোসলা কুমারের সঙ্গে জুটি বেঁধেছেন নতুন হিন্দি ছবিতে।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /নরসিংদী খবর