নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: সামাজিক সংগঠন ড্রীমস্ অফ নবীনগরে উদ্যোগে শীতের শাল
বিতরণ।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার স্থানীয় শিক্ষার্থীদের অরাজনৈতিক সামাজিক সংগঠন ড্রীমস্ অফ নবীনগরের উদ্যোগে নবীনগর পৌর এলাকার শতাধিক অসহায় মানুষের মাঝে শীতের চাদর শাল বিতরণ করা হয়েছে।
আজ রবিবার বিকেলে নবীনগর ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে সেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি এ কার্যক্রম পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন নবীনগর ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার বেগম, সহাকরি প্রধান শিক্ষক মো. ইয়াসিনুল হক, উপজেলা নদী নিরাপত্ত সামাজিক সংগঠনের আহ্বায়ক সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, সহকারি শিক্ষক মাউলানা মঞ্জুরুল করিম, সহকারি শিক্ষক গোলাম মহিউদ্দিন তৌফিক, সহাকরি শিক্ষক মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।