বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৮:০৮ অপরাহ্ন

সানিকে ধাক্কা মে রে নদীতে ফেলে হ.ত্যা করে বন্ধুরা’

প্রতিনিধির নাম / ২২৮ বার
আপডেট : শনিবার, ১৬ জুলাই, ২০২২

ঢাকার দোহার উপজেলায় মিনি কক্সবাজার খ্যাত মৈনট ঘাটে পদ্মা নদীতে ডুবে বুয়েটের ছাত্র তারিকুজ্জামান সানির মৃ.ত্যুর ঘটনায় দায়ের করা মা মলায় ১৫ বন্ধুর সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। শনিবার (১৬ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই (নি:) শামছুল আলম ভিক টিম সানির ১৫ বন্ধুকে আদা লতে হাজির করে সাত দিনের রিমা.ন্ড আবেদন করেন।

এসময় তিনি দাবি করেন, ‘তারিকুজ্জামান সানিকে তার বন্ধুরা পরস্পর যোগসাজশে পরিকল্পিতভাবে কৌশলে ঘটনাস্থল মৈনটঘাটের পল্টুনে (জেটিতে) এনে ধাক্কা মেরে পদ্মা নদীতে ফেলে হ.ত্যা করেছে’।

এর আগে সানির মৃ.ত্যুর ঘটনায় শুক্রবার (১৫ জুলাই) রাতে সানির বন্ধুদের আ.সামি করে দোহার থানায় মা.মলা করেন তার বড় ভাই। মাম.লায় আসামিরা হলেন- সানির বন্ধু শরীফুল হোসেন, শাকিল আহম্মেদ, সেজান আহম্মেদ, রুবেল, সজীব, নুরজামান, নাসির, মারুফ, আশরাফুল আলম, জাহাঙ্গীর হোসেন লিটন, নোমান, জাহিদ, এটিএম শাহরিয়ার মোমিন, মারুফুল হক মারুফ ও রোকনুজ্জামান ওরফে জিতু।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, আ.সামিরা পূর্ব পরিকল্পিতভাবে বুয়েট শিক্ষার্থী সা.নিকে পদ্মা নদীকে ফেলে হ.ত্যা করে। হ.ত্যাকাণ্ডটি একটি দুর্ঘটনা হিসেবে দেখানোর জন্য তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে। পরবর্তীতে দোহার থানা পুলিশ, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস ডুবুরী দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে সানিকে খোঁজাখুঁজি করতে থাকে।

হ.ত্যাকা.ণ্ডের মোটিভ ভিন্ন খাতে প্রভাবিত করতে ও তারা নিজেদের এর সাথে জড়িত থাকার বিষয় আড়াল করতে থানা পুলিশ, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস ডুবুরী দলকে বিভিন্নভাবে সহযোগিতা করতে থাকে।

প্রাথমিক তদন্তে সাক্ষ্য প্রমাণে আসামিরা পরস্পর যোগসাজশে পরিকল্পিতভাবে সানিকে কৌশলে ঘটনাস্থল মৈন.টঘাটের পল্টুনে (জেটিতে) এনে ধা.ক্কা মে.রে পদ্মা নদীতে ফেলে হ.ত্যা করেছে মর্মে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে।

মামলার মূল রহস্য উদঘাটন, ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা; হ.ত্যার উদ্দেশ্য, মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদ.ন্তের স্বার্থে আসা.মিদের সাত দিনের রি.মান্ড মঞ্জুরের প্রার্থনা করেন তদন্ত কর্মক.র্তা। আজই ঢাকার সিনিয়র জুডি.সিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মনিরুজ্জামানের আদালতে রি.মান্ড শুনানি হবে।

নিহত তারিকুজ্জামান সানি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আর্কিটেকচার বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শরীয়তপুরের জাজিরা থানার বাসিন্দা হারুন-উর-রশিদের ছেলে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ