পিরোজপুরের ইন্দুরকানীতে দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরু.দ্ধে মানবতাবিরোধী অপরাধের মাম লায় রাষ্ট্রপক্ষের সাক্ষী মুক্তিযোদ্ধা মো. সেলিম খান (৬৭) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার রাতে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে
(বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃ ত্যু হয়। পরে মঙ্গলবার বাদ যোহর রাষ্ট্রীয় সম্মান প্রদানের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সেলিম খানের পরিবার সূত্রে জানা যায়, সেলিম খান দীর্ঘ দুই বছর ধরে ক্যা.ন্সারে ভুগছিলেন। ১০ দিন আগে গুরু.তর অসু.স্থ হয়ে পড়লে তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে দুই দিন
লাইফ সাপোর্টে রাখা হয়। ওই অবস্থায়ই তিনি মা.রা যান। মঙ্গলবার সদর উপজেলার বাদুড়ায় গ্রামের বাড়িতে বাদ যোহর রাষ্ট্রীয় সম্মান প্রদানের পর পারিবারিক কবর.স্থানে তাকে দা.ফন করা হয়। তার মৃ.ত্যুতে ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এম. মতিউর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বেলায়েত হোসেন হাওলাদার, আ. লতিফ হাওলাদার গভীর শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, সাঈদীর বিরু.দ্ধে হওয়া মাম.লায় ১৯৭১ সালে পাকিস্তান বাহি.নীর সহায়তায় পড়েরহাটের পার্শ্ববর্তী মুক্তিযোদ্ধা সেলিম খানের বাড়িতে অ.গ্নিসং.যোগ ও লু.টের অভিযোগ করা হয়। ওই মামলা.য় রাষ্ট্রপক্ষ সেলিম খানকে সা.ক্ষী করে।.