ছবি সংগ্রহীত
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে ক্ষমতায় আঁকড়ে থাকতে সরকার আরও বেশি রক্তপিপাসু চণ্ডমূর্তিতে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, গ্যাসের দাম বৃদ্ধিতে মানুষের ধিক্কার, চাল-ডাল-সয়াবিন তেল বাজার থেকে নিখোঁজ হয়ে যাওয়ায় মানুষের ধিক্কার, বিরোধী দলের প্রতি সংযমহীন ভাষা প্রয়োগে মানুষের ধিক্কার,
বিচারহীনতা ও আইনের শাসনের অনুপস্থিতিতে মানুষের ধিক্কার, চরম মুদ্রাস্ফীতি ও মানুষের পকেটকাটা সরকারি নীতির বিরুদ্ধে মানুষের ধিক্কারে নিমজ্জমান সরকার নিজেকে টিকিয়ে রাখার জন্য এখন আরও বেশি রক্তপিপাসু চণ্ডমূর্তিতে আবির্ভূত হয়েছে।
মানুষের অনুচ্চারিত যন্ত্রণা সরকার উপলব্ধি না করে তারা মরণনেশায় মেতে উঠেছে। অবিচারের শরাঘাতে বিদীর্ণ সারা জাতি। কোথাও ন্যায়বিচারের লেশমাত্র নেই।
তিনি আরও বলেন, জনগণের রাগ-ক্ষোভ-ক্রোধকে স্বৈরতন্ত্রের হুমকি ও আক্রমণে আটকে রাখা যাবে না। সরকারের পতনের সব উপাদান স্পষ্ট হয়ে উঠেছে। গুম-অপহরণ ও লাশের মিছিলের ভয়াবহ বাস্তবতায় দুঃশাসনের ছায়া আর প্রলম্বিত হবে না।
গণতান্ত্রিক অধিকারের জন্য রাজপথে জনগণের উদ্বেল অভিযাত্রা এখন স্বৈরাচারের সিংহাসনের দিকে অতিসত্ত্বর ধেয়ে আসবে। আওয়ামী স্বৈরশাহীর পতনে জনগণের বিজয় অত্যাসন্ন।
বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, নিশিরাতের ভোটে ক্ষমতা আঁকড়ে রেখে অবৈধ সরকার দেশব্যাপী এক বর্বর পরিকাঠামো নির্মাণ করেছে। বিএনপিসহ বিরোধী দলগুলোকে নিপীড়ন-নির্যাতনে নিষ্পিষ্ট করতে এক অবিরাম হিংসাযুদ্ধে লিপ্ত রয়েছে সরকার।
গণতন্ত্রে স্বীকৃত যে কর্মসূচি, সেই কর্মসূচির ওপরও পুলিশ ও নিজেদের সশস্ত্র পেটোয়া বাহিনী দিয়ে নারকীয় তাণ্ডব চালিয়ে যাচ্ছে। অন্যদেশের কাছে নতজানু এ সরকার নিজ দেশের জনগণকে দাবিয়ে রাখতে জনগণেরই টাকায় কেনা অস্ত্র ব্যবহার করা হচ্ছে। এই বর্তমান সরকার পেশীশক্তি ও জিহ্বার ধার দিয়ে গোটা জাতিকে পরাধীন রাখারই সব ধরনের বন্দোবস্ত করে যাচ্ছে
রিজভী বলেন, অন্যায়, অবৈধ শাসনকার্যের জন্যই দেশ থেকে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। সীমাহীন দুর্নীতি বৃদ্ধি-বিকাশের আদর্শস্থল বর্তমান আওয়ামী সরকার। দুর্নীতির মহাবৃত্তের মধ্যে এক লুটেরাগোষ্ঠী তৈরী হয়েছে যারা ব্যাংক-বিমা-বাজার সিন্ডিকেট প্রত্যেকটি সেক্টরেই দানবের থাবা বিস্তার করেছে। আর এই লুটেরাগোষ্ঠী ফুলে-ফেঁপে এত স্ফীত হয়েছে শুধুমাত্র অবৈধ সরকারের আশকারা পেয়ে।
তিনি অভিযোগ করে বলেন, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবিতে বিএনপির ডাকা দেশব্যাপী মহানগরগুলোতে বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা একযোগে বর্বর আক্রমণ চালিছে।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন ও সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন
সূত্র জাগো নিউজ